সোমবার, জুলাই ১৪, ২০২৫

ফেইসবুক কমেন্ট ও জবাব

শিক্ষকরা যখন ছাত্রীদেরকে অনৈতিক ও কুপ্রস্তাব দেয় তখন শিক্ষকদের সম্মানের কথা কি শিক্ষকদের স্মরণে থাকে না?

উত্তর: Monirul Islam Bhuiyan চাচা মিঞা, এমনো ছাত্রী আছে নেশা করে, নাটক সাজায়, অন্যের প্ররোচনায় স্যারকে হেনস্থা, হেয় ও অপমানিত করার জন্য কুকীর্তি করে। অনেক সময় ক্লাসে পড়া না দিতে পারলে, সবার সামনে শাস্তি পেয়ে অপমানিত হওয়ায়, অন্ধ হয়ে প্রতিশোধপরায়ণা হয়ে যাচ্ছে তাই করে। ছাত্রীরা ও নৈতিকভাবে কতটুকুই বা সঠিক! তরুণ শিক্ষক পেলে অফার করতে ও পিছপা হয়না। অনেক সময় নাটক সিনেমার অনুকরণে বান্ধবীরা দলবদ্ধভাবে চ্যালেঞ্জ করে, কে স্যারকে অপমান করতে পারবে বা কে প্রেমের প্রস্তাব দিয়ে সফল হবে। বলে ব্যাটে না মিললেই হিংস্র হয়ে ওঠে। "দুর্জন বিদ্ব্যান হইলেও পরিত্যাজ্য"। ছাত্র-ছাত্রী, অভিবাবক যদি বুঝতে পারেন, শিক্ষকের চাহনি, অঙ্গভঙ্গি, অশালীন উপস্থাপন সাথে সাথে তথ্য প্রমান সহ ওয়ান টু ওয়ান ওয়ার্নিং দেয়া ও পরবর্তীতে আইনের ব্যবস্থা নেওয়া উচিত। অনৈতিক ও কুপ্রস্তাব তো অনেক পরের কথা, এর আগে উভয় পক্ষ স্বেচ্ছায় ও সাগ্রহে বা প্ররোচনায় অনেক ধাপ পেড়িয়ে আসে। তাছাড়া বিশেষ করে মেয়ে বা নারীরা পুরুষের চাহনি দেখলেই সহজে বুঝতে পারে, এটি বিষাক্ত, হিংস্র ও নিষিদ্ধ চাহনি কীনা। তখন দূরত্ব বজায় রেখে, সতর্কতা অবলম্বন করা চায়। ধন্যবাদ, চাচা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Heartfelt Thanks for your valuable comments.

ভালবাসি দিবা-নিশি _সূচীপত্র

ফেইসবুক কমেন্ট ও জবাব

শিক্ষকরা যখন ছাত্রীদেরকে অনৈতিক ও কুপ্রস্তাব দেয় তখন শিক্ষকদের সম্মানের কথা কি শিক্ষকদের স্মরণে থাকে না? উত্তর: Monirul Islam Bhuiyan চাচা ...