শুক্রবার, মে ২৯, ২০২০

বিপ্লবী (৮)

১২৪।


কী অপরাধ করেছে তারা,
ঠিক সময়ে আসবে যারা,
অনাগত তব অধস্তন,
করবে জীবনের আয়োজন।
জীবনের খেলাঘরে,
স্বাধীন বিশ্ব, হিমাগারে,
পরাধীনতার,
নির্মম কারাগার।
কারার ঐ শক্ত প্রাচীর,
ভাঙতে অধীর,
মুক্তিদানে, মুক্তিগানে,
সহাস্যে বলিদানে।
চির উদগ্রীব বিপ্লবী,
আমি ঔদ্ধত্য বিদ্রোহী। 

ধর্ম, প্রেম, রীতি-নীতি,
জীবনে টানে যতি,
অভাবের দুনিয়ায়,
নতুনেরা আসা দায়!
জন্ম নিয়ন্ত্রণ,
হত্যা ভ্রুণসব,
সুন্দর পৃথিবী,
দেখতে পাবে কী?
খুনীরা চুপসব!
জিজ্ঞাসে কোটি মন।
প্রাণহীন সদ্য, নিঃস্তেজ পিন্ডে,
ছুরি কাঁচির নির্মম কান্ডে,
অঙ্গ প্রতিটি, করেছে আকুতি,
বাঁচানোর করজোড়, মিনতি।

কখনো জ্যান্ত দাপাদাপি,
হাত পা ছুড়াছুড়ি, 
আশা নিরাশার দোলাচল,
কাঁড়ে মা'র স্নেহাচল।
হয়েছে ঢের! আর হত্যা নয়,
শোন! লাখ লাখ অনুরা কথা কয়,
বঞ্চিত করোনা, রেখো অনুরোধ,
বন্ধ করো, নিষ্ঠুর প্রতিরোধ। 
সুন্দর পৃথিবী দেখতে,
 আছে মোর অধিকার,
দয়া করে, দাও আসতে,
চাইবোনা কিছু, আর!
পাষাণ খুনীরা বধির,
মূক আর বুদ্ধিহীন।
শুভাগমনে অবনীর, 
প্রতীক্ষিত মহাবীর,
উষ্ণ অভিবাদনে,
সুউচ্চ শির,
চির বিপ্লবী!
চির বিদ্রোহী।

সাজাবে সবে,
সাজাতেই হবে,
অপরুপ স্বর্গে,
বিশ্বযে মর্গে।
বড় বড় নেতারা,
কী সব চেহারা।
ক্ষমতার চেয়ারে,
মরনের খায়েশে,
শাসনের কাল বেলা,
বাড়াতে কলা-ছলা।
ঝেঁকে বসে জনতার,
মন ও মগজে,
স্বাধিকার নেই কেঁড়ে,
কথা আর কাজে।
বাকহীনে আজ অগ্নিঝরা,
কথার স্রোতেই, ভাসবে জরা,
চির সবুজ, চির যৌবনা,
বিপ্লবী আনমনা,
আমি বিদ্রোহী,
আমি চির বিপ্লবী।

আরিফুল ইসলাম ভূঁইয়া।
২৭/০৩/২০১৮ ঈসায়ী সাল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Heartfelt Thanks for your valuable comments.

ভালবাসি দিবা-নিশি _সূচীপত্র

ফেইসবুক কমেন্ট ও জবাব

শিক্ষকরা যখন ছাত্রীদেরকে অনৈতিক ও কুপ্রস্তাব দেয় তখন শিক্ষকদের সম্মানের কথা কি শিক্ষকদের স্মরণে থাকে না? উত্তর: Monirul Islam Bhuiyan চাচা ...