বিপ্লবী (৭)
১২৩।
শান্তি, সমৃদ্ধি।
হিংসা বিদ্বেষ বৃদ্ধি!
দেশে দেশে, বিশ্ব মাঝে,
শাসন-শোষণ কোন্ সাজে!
দালালী অচল, রয়না সচল,
অর্থের চাকা, আর যতো কল!
তাই বলে কী! শান্তি নামে,
অশান্তিরে ছড়িয়ে দিবে!
অস্র বেচে, নীতির বুলি,
মারছে কতো ঝারিঝুরি।
চায়যে ভালো, সকাল সাঁঝে,
দেয় ধোঁকাযে , কথা কাজে।
জাগুয়ার বিপ্লবী,
আমি চিরবিদ্রোহী।
ব্যবসায় চালবাজি,
হররোজ রাহাজানি।
শাসন-বাসন, রাজনীতি,
স্বজন-প্রীতি, দুর্নীতি,
সুদ, ঘুষ, ঋণখেলাপ,
ক্ষমতায় দিনরাত।
চেলারা দলে দলে,
চামুনডারা মিশে মিলে,
নেতা, নেত্রী, ভীঁড় জনতা ,
স্বদেশপ্রেমে পাগলপারা!
আমি ইতিকথা, ইতিহাসে,
কলংকিত পাতাতে,
হেমলক বিষ,
নাইট্রো-অক্সাইড,
জীবনের পাতা-পত্তরে।
চির বিদ্রোহী,
আমি চির বিপ্লবী।
কন্ঠ সবি, চেঁপে ধরে,
বলার স্বাধীনতা,
স্বাধীন দেশে, স্বাধীনতার,
কেমন অধীনতা!
ভোট আর ভোটহীন,
ক্ষমতার বদলে,
দেশবাসী শংকায়,
বাঁচবে কী মরলে!
প্রজাদের ভোটে ভাই,
রাজা হয়ে ক্ষমতায়,
শাসনের গদিতে,
বসে সব ভুলে যায়।
সুখ আর শান্তি,
পাবে কী মুক্তি;
মেনে নেবে কোন কালে,
অকাট্য যুক্তি!
গুটি কয়েক জনতা,
হয় আম জনতা,
মিথ্যা, অসার দাবী,
সততঃ সত্যবতী!
শান্তিকামীরা জিম্মী!
উল্কাবেগে, আসছে দেখি,
মুক্তিসাধক, মুক্তিকামী।
আজন্ম চিরবিদ্রোহী,
আমি জাগরূক বিপ্লবী।।
আরিফুল ইসলাম ভূঁইয়া।
২৬/০৩/২০১৮ ঈসায়ী সাল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Heartfelt Thanks for your valuable comments.