সোমবার, অক্টোবর ৩০, ২০২৩

২৫। সোনার জীবন গড়ি


আমাদের দেশটা হতো যদি সবার,
দুঃখ -সুখ মাঝে হতো একাকার;
কারো বিপদে সহায় হতে,
থাকতো সবাই প্রাণ-পণে ।
খুন ঝরে মাটি - জলে,
লাশ ভাসে খালে -ঢালে;
বিচার-আচার ঠিকই চলে;
সত্যিকারের বিচার কবে?
বিচারকের বিচারক দেখেন ঠিক-ঠিক;
পাবে সবি পুরুটাই পাবে নাক দিক!
শেষ বিচারের আগে চলো নিজের বিচার করি,
ভুলত্রুটি সব ফেলে সোনার জীবন গড়ি।


৩০.০৫.২০১৬
০৬.১৫ সন্ধ্যা
আশা টাওয়ার; ঢাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Heartfelt Thanks for your valuable comments.

ভালবাসি দিবা-নিশি _সূচীপত্র

আধুনিক প্রতিযোগিতার যুগে শিক্ষার্থীদের শিক্ষা ও ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা

শিরোনাম: আধুনিক প্রতিযোগিতার যুগে শিক্ষার্থীদের শিক্ষা ও ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা লেখক পরিচিতি: নাম: আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্)...