বুধবার, ডিসেম্বর ০৪, ২০১৯

৪১। ভালবাসার সাগরে

২০.০৮.২০১৭ ঈসায়ী সাল

মসজিদে যায় নিয়মিত, কোরান পড়ি অবিরত,
হজ্ব করি আর রোজা রাখি, বিধান মানি সময় মত;
তার পরে ও জান্নাত পাওয়া নইরে সহজ ভাবি যত!
লোকদেখানো ইবাদতে, খোদার রাজী মিলবে কত?
কী করিলে, কীভাবে যে, আল্লাহ আমার হবে,
রাসূল পাকের (সাঃ) দোয়া পাব, সারা জীবন জুড়ে।
প্রাণের চেয়ে বাসতে ভাল, মনে প্রাণে চাহি,
ভালবাসা খাঁটি হবে, কেমন করে জানি?
ভালবাসার সজীবতা চায়গো সদা প্রভু,
প্রিয়তম বান্দা করে, নিও কাছে বিভু,
বিপদ-আপদ, বালা- মুসিবত, যখন যাহা আসে,
সুখে দুঃখে সব সময়ে, শক্তি দিও প্রাণে।
যায়না যেন সরে কভু, অভিমান করে,
জীবন যাপন হয় যেন সে', সহজ সরল পথে।
তোমায় রাজী রাখতে সবি করতে পারি যেন,
মনে- প্রাণে শক্তি সাহস, দিও অবিরত।
জাহান্নামের আগুন মাঝে হাসতে পারি যেনো,
জানবো যখন সদা তুমি, আমার হবে শুধু,
আমার আমি নয়তো আমি, সৃষ্টি প্রিয় তব,
ভালবাসার সাগর মাঝে বিলীন হয়ে যাব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Heartfelt Thanks for your valuable comments.

ভালবাসি দিবা-নিশি _সূচীপত্র

কপিরাইট আইন: জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট, লঙ্ঘনের কারণ, সমস্যা ও সমাধান

📄 প্রবন্ধ শিরোনাম: “কপিরাইট আইন: জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট, লঙ্ঘনের কারণ, সমস্যা ও সমাধান” ✍️ লেখক: আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ)...