শনিবার, অক্টোবর ১২, ২০১৯

৪০। শিশির মেলা

বিলিয়ে দিতে তোমার তরে, চাই তনু আর প্রাণ,
ভালবাসা হউকনা জমা, কোমল হৃদের ত্রাণ।
দুরু দুরু বুক চেয়ে যায়, করুণার সে বৃষ্টিধারা,
তোমার প্রেমে মন হারিয়ে, কে হলো আর পাগলপারা?
হলুদ ফুলের মেলা কভু, বসছে কি আর তোমার বাগে?
মনোলোভা অচিন ফুলে, সাজিয়ে দিতে কেউ এসেছে?
হৃদয় সঁপে দরদ ঢেলে, কেউ গেল কি গান গেয়ে,
তোমার মনে স্থায়ী আসন, কে নিল আজ তা' কেড়ে?
শিশির মেলা জমছে মাথায়,  কবে তাহা কেবা জানে;
জানলেনাতো কোন্ মনে সে, বসে থাকে কোন্ সে ধ্যানে?
সব হারাতে চাই কেনো সে,
তোমার হৃদয় জয়ে;
সময় কত যায় বয়ে যায়, জীবন নদীর তটে।
থামবে কভু জীবন যাত্রা এমনি করে কোন কালে?
বিভোর কেন তোমার প্রেমে, যাই খুঁজে তা মুগ্ধ মনে।
জীবন জুড়ে সবার আছে, ভালবাসার শরৎ সকাল;
কেউবা দেখে বুঝতে পারে, যায় যে তাহার সান্ধ্যকাল।
লাগলনা যে সফল হাওয়া, এই হৃদয়ের খোলা দোরে!
চলেনা যে প্রেমের তরী, চলবে কি তা' হাওয়া বিনে?
ভালবাসার জল কি সেঁচে, যাবে তাদের তরে?
ভালবাসে তোমায় যারা, নিজের প্রাণের চেয়ে?
রচনাকাল : ২০.০৯.২০০১
ভাদুঘর,সদর, বি.বাড়ীয়া।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Heartfelt Thanks for your valuable comments.

ভালবাসি দিবা-নিশি _সূচীপত্র

তুমি আসবে বলে -কবিতার কাব্যিক,ছান্দসিক, মাত্রা, সাহিত্যিক, রসাস্বাদন ও আলোচনা, সমালোচনা, পর্যালোচনা, প্রেক্ষাপট,মানব জীবনে তাৎপর্য ও গুরুত্বের বিশ্লেষণ ও ব্যাখ্যা দাও।

তুমি আসবে বলে ----- আরিফুল ইসলাম ভূঁইয়া। আমার আকাশে নেই মেঘের আনাগোনা, নেই বিদ্যুৎ চমকানোর ঘনঘটা, সুস্পষ্ট নীল আসমান নির্বাক হয়ে, দিবা-...