শুক্রবার, মে ২৯, ২০২০

বিপ্লবী (৪)

১২০।  

আমি বিপ্লবী, বিদ্রোহী!
ভীরু-কাপুরুষ নহে কোন, 
যুদ্ধং দেহ-মনে, ফিরিয়া আনিব, 
চিরশান্তি অবনীর।
যুগ-যুগান্তে, দেশ-দেশান্তে,
জাতি, উপজাতি, গোষ্ঠী জ্ঞাতে,
শান্তির মহাবীর।
আমার আমিতে, বিশ্ববাসী,
অরুণ, তরুণ, যুবক, যুবতী;
শান্তিকামী, সংস্কারক, চিরসংগ্রামী,
স্রষ্টা ও সৃষ্টির সীমাহীন শক্তি,
নুতন করিয়া গড়িয়া তুলিব,
স্বাধীন, বিশ্ব-ভূমি।

দু'পায়ে দলিব লোভের বাসনা,
পৈশাচিক নৃত্য-তান্ডবলীলা,
বাঁধা বিপত্তি, পথেঘাটে যতো;
উলঙ্গ করিয়া ধরিব তুলিয়া,
ভন্ড, মুনাফিক, সব জালিমেরা,
স্বাধীন, স্বাধিকার হরণ করিছে কতো!

বলে শান্তির বাণী, 
অপকৌশলে, শান্তির আঁড়ালে,
জাতিতে জাতিতে মারামারি,
ধ্বংস বিধ্বংস, বিবেকহীনতা,
কতো নির্মম ছলচাতুরী!

করি ছিন্নভিন্ন, অন্যায়, অসত্য,
জুলুমের ভীত, করি সঙ্গীহীন, সত্য।
মজলুমেরা সবে ভাই ও বোন, 
দেশ, কাল, ভেদ-বিভেদ না জানি,
জানি ওরাই স্বর্গ-মর্ত্য।

সুখের রাজ্য করিয়া বিশ্ব,
সেইদিন হবো শান্ত।
ধর্মে ধর্মে, মানুষে মানুষে,
রণ ছেড়ে হবে ক্ষান্ত।
আমি বিদ্রোহী! বিপ্লবী!
সেইদিন হবো জ্যান্ত।
 আমি অতন্দ্র প্রহরী শান্তির,
প্রতিনিধি বিশ্ব-বিধাত্রীর।


আরিফুল ইসলাম ভূঁইয়া।
২৩/০৩/২০১৮ ঈসায়ী সাল।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Heartfelt Thanks for your valuable comments.

ভালবাসি দিবা-নিশি _সূচীপত্র

ফেইসবুক কমেন্ট ও জবাব

শিক্ষকরা যখন ছাত্রীদেরকে অনৈতিক ও কুপ্রস্তাব দেয় তখন শিক্ষকদের সম্মানের কথা কি শিক্ষকদের স্মরণে থাকে না? উত্তর: Monirul Islam Bhuiyan চাচা ...