শুক্রবার, মে ২৯, ২০২০

বিপ্লবী (১২)

১২৮। 


চিরবিপ্লবী!
ভালোবাসার বিপ্লবী!
ভালোবাসায় তুলবো গড়ে,
নতুন করে, বিশ্বটারে।
চলো ভালোবাসি,
সবাই মিলে মিশি,
অহোরাত্র  দিবানিশি, 
স্রষ্টাকে ভালোবাসি।
তাঁর সৃজিত সকল সৃষ্টি,
জীবন জুড়ে ভালোবাসি।
সৃষ্টির সেরা, হে মানুষ!
রবে সদা দিলখোশ।
ভালোবেসো সৃষ্টি সবি,
সবাই তোমার আপন,
জুলুম করে রবের কাছে,
করবে কারাবরণ!

অনেক আদরে,
স্বর্গে সাদরে,
নিজবাসে ছিলে সুখে;
অনন্ত পথে,
যাত্রা রথে,
চলছো সুখে দুঃখে।
বিশ্বমাঝে সবে,
স্বল্পকালে রবে,
চলন্ত মুসাফির ;
আসল আবাস,
সকল নিবাস,
রয়লো যে অধীর।
ভালোবেসে তোমায়,
স্রষ্টা স্বয়ং সৃজিল জান্নাত,
অসংখ্য হুর পরী,
গিলমান সহ নাজ নেয়ামত,
চির কিশোর- কিশোরী। 
রয়েছে মাঝে অনন্তকালের,
সৃষ্টির শ্রেষ্ঠ পাওয়া,
দীদারে খোদার, নেয়ামত পেয়ে,
 প্রশংসা  স্তুতি গাওয়া।

শীত গরমে, 
ঝড় তুফানে,
বিপদ আপদে,
জীবন জুড়ে,
সকল কালে,
নিছক জালে,
মহান প্রভুর ডাকে;
হৃদয় মাঝে,
পুতঃমনে,
ভালবাসা,
লালন করে,
ছুটতে তাহার পানে।
অদেখা সে স্রষ্টা মোদের,
দেখা দিবেন বান্দাদের।

আঁধার পথে,
চলার রথে,
আলোক জ্বেলে, 
গতি দিলে,
সফল হলে,
সকল হালে।
বলছি মহীয়ান
স্রষ্টা মহান,
আল্লাহু আকবার,
আল্লাহ মহান।

বিপ্লবীরা আওয়াজ তুলো,
বজ্রকন্ঠে, সমস্বরে বলো,
সৃষ্টি সবি সবাই আপন,
নেই যে আপন পর।
সৃষ্টি তুমি মনে রেখো,
স্রষ্টা দেখেন সব।
ঘৃণামুক্ত বিশ্ব লয়ে,
রয়বো সবাই সুখে,
সবার দুঃখে,
দুঃখী হবো,
সকল জীবন জুড়ে,
সান্ত্বনা রয়,
রাখবো সবে,
দুঃখী জনের তরে।
স্রষ্টারে ভালোবেসে,
বিপ্লবীরা হেসে।
বিপ্লবী গান ধরে,
চিরবিপ্লবী,
চিরবিদ্রোহী,
ভালোবাসার তরে।

আরিফুল ইসলাম ভূঁইয়া।
০২/০৪/২০১৮ ঈসায়ী সাল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Heartfelt Thanks for your valuable comments.

ভালবাসি দিবা-নিশি _সূচীপত্র

আধুনিক প্রতিযোগিতার যুগে শিক্ষার্থীদের শিক্ষা ও ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা

শিরোনাম: আধুনিক প্রতিযোগিতার যুগে শিক্ষার্থীদের শিক্ষা ও ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা লেখক পরিচিতি: নাম: আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্)...