বৃহস্পতিবার, জুন ১০, ২০২১

বাবুই পাখির মা

 বাবুই পাখির মা

আরিফ শামছ্

১০/০৬/২০২১


অর্ধাঙ্গিনীর আপন মা তাই,

ভূলে গেলে আমায়!

স্নেহাদরের নেই তুলনা,

এখন খুঁজে পায়!


নিরাক পড়া ভর দুপুরে,

একলা বিকেলে,

কত স্মৃতি মনে পড়ে,

হর্ষ-বিষাদে।


বাবার কথা আসলে তুমি, 

বলতে আমিই বাবা,

বাবা-মায়ের পুরো আদর, 

পাবে সবি বাবা।


সত্যি মাগো, এত্তো আদর,

কেমন করে পাবো!

তুমি ও নাই, বাবা ও নাই,

আমরা কোথায় যাবো!


"জামাই!  আসবেন কবে"?

এমন করে খোঁজে,

খবর পেলেই বলতে ফোনে,

"এসো সকাল, সাঁঝে"। 


ভাদুঘর কতো যায় যে মাগো,

ডাকেনা তো কেউ,

কোথায় আছেন, আসবেন কখন,

বলেনা তো কেউ। 


জানালার ঐ কোনে বসে,

অধীর আগ্রহে, 

জামাই তোমার আসলো বুঝি,

খুঁজতে বারে বারে!


কোথায় পাবো খুঁজে মাগো?

কেমন আছো মা?

জামাই বলে তোমার মতো,

কেউতো ডাকেনা!


দরদভরা হৃদয়-মনে,

সহজ সরল সম্ভাষণে,

"বাবুই পাখি" সম্বোধনে ,

আর পাবোনা ঘরের কোণে।


ঈদের ছুটি, শীতের ছুটি, 

গ্রীষ্মকালে ফলের ছুটি,

'আসবে কবে?কবে ছুটি'?

ডাকবেনা মা আর কী তুমি!


চলছে সবি আগের মতো,

তুমি শুধু নেই,

তোমার বাড়ি আজো আছে,

প্রাণযে তাহার নেই। 


মাগো তুমি থেকো সুখে ,

জান্নাতীদের দলে।

আসবো ফিরে সবাই মিলে,

আবার সদলবলে।


মর্জিনা মঞ্জিল

নয়াটোলা, মীরবাগ, ঢাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Heartfelt Thanks for your valuable comments.

ভালবাসি দিবা-নিশি _সূচীপত্র

ফেইসবুক কমেন্ট ও জবাব

শিক্ষকরা যখন ছাত্রীদেরকে অনৈতিক ও কুপ্রস্তাব দেয় তখন শিক্ষকদের সম্মানের কথা কি শিক্ষকদের স্মরণে থাকে না? উত্তর: Monirul Islam Bhuiyan চাচা ...