শনিবার, জুন ২৯, ২০২৪

বিপ্লবী (২৩)

বিপ্লবী!

স্থানেস্থানে,

মানব জনে,

প্রাণে প্রাণে,

জাগাও প্রাণ;

প্রাণহীন দেহ,

নীরব নিথর,

স্থবীর পাথর,

রবে নিষ্প্রাণ?

মনে প্রাণে,

মানে শাণে,

মিলে মিশে,

দিবা নিশি;

জাগো আজি,

রাখবে বাজি,

জাগাও সবি,

অগ্রে র'বি।

চিরবিপ্লবী!

জন্ম জন্মান্তরে,

অবহেলা অনাদরে,

কষ্টের রাজপথে,

ভঙ্গুর বন্ধনে,

কাছাকাছি ;

মৃত্যুপথে,

গলাগলি করে,

মৃত্যু ধ্বংসে,

 ইতিবৃত্ত লিখে,

নবজাগরণে,

আমরণে,

চলো পাশাপাশি।

মৃত্যুঞ্জয়ী! 

বিপ্লবী।

মৃত্যু জয়,

কর কমলে,

মৃত্যুভয়, 

কোথা' হারালে,

অমৃত পানে,

কে হারাবে,

ছুটাছুটি দশদিক ;

অত্যাচারী,

চির অপকারী,

রক্তখেঁকো,

নিঁঠুর পাষাণী,

পালায় ছুটে,

মৃত্যুভয়ে,

দিক্বিদিক। 

বিপ্লবী!

আজি তোর,

উল্লাসী ভোর,

খোলবে দোর,

বাহন বায়ু,

বাড়ছে আয়ু,

শক্তি অতুল,

চল্ দুলদুল। 

সামনে পড়ে,

অসীম পথে,

অগ্নিরথে,

পবন বেগে,

ছুটতে হবে,

জয়ের পরে,

বুল্ বুলবুল।


আরিফ শামছ্

২৪/০৭/২০১৯ ঈসায়ী সাল।

https://fictionfactory.org/contributor/2165

https://www.facebook.com/groups/4020204574679136/permalink/7221569597875935/ 

https://kobitapara.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%ac%e0%a7%80-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be/



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Heartfelt Thanks for your valuable comments.

ভালবাসি দিবা-নিশি _সূচীপত্র

ফেইসবুক কমেন্ট ও জবাব

শিক্ষকরা যখন ছাত্রীদেরকে অনৈতিক ও কুপ্রস্তাব দেয় তখন শিক্ষকদের সম্মানের কথা কি শিক্ষকদের স্মরণে থাকে না? উত্তর: Monirul Islam Bhuiyan চাচা ...