বুধবার, ডিসেম্বর ০৪, ২০১৯

৪৩। তোমরা জাতির অঙ্গ
---------- আরিফ ইবনে শামছ্
২২.০৮.২০১৭
জাগতে হবে, জাগাতে হবে, বড় প্রয়োজন সব সমাজে,
আশার পিদিম কে জ্বালাবে, অরুণ -তরুণ চলরে ছুটে।
উল্কা বেগে, সৃষ্টি নেশা, পবন বেগে চলবি ছুটে,
কোটি প্রাণের মিটাও দাবী, সকল বাঁধা টুটে ।
লও তুলে এক হাতে তোমার বাজাও মরণ বীণ,
অন্য হাতে দিবে দিশা, লক্ষ প্রাণের ঋণ।
পড়া শোনা, জাতির সেবা চলবে সমান তালে,
ধর্ম হবে জীবন বর্ম, বিধান সবি মেনে।
মানবতা, ইনসাফ দেখো, বন্দী পদে পদে ,
সন্ধি করে সত্য নাশে, অপশক্তি সবে,
ন্যায়ের পথে চলছে পথিক, বড়ই নিঃসঙ্গ,
ছুটে চলো রসদ নিয়ে, তোমরা জাতির
অঙ্গ।
ঘরে বাইরে দেখবে যত সকল অনাচার,
শক্ত হাতে পোক্ত করে, শিখাও সদাচার।
ছোট বড় সবার মাঝে, ভালবাসা কোথা'?
বেয়াদবের বেয়াদবি দিবে, দারুণ ব্যাথা!
আবু বকরের (রাঃ) ঈমান নিয়ে চলবে জীবন পথে,
উমরের (রাঃ) সে' শক্তি সাহস রেখো তোমার বুকে,
কোরান প্রীতি উসমানের (রাঃ) মুকুট সম রেখো,
শের এ খোদা আলীর (রাঃ) মত, যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো।
মহানবীর (সাঃ) সেরা চরিত, এসো ধারণ করি,
শান্তি সুখের সমাজ গড়ি, আল্লাহ হবেন খুশি,
থাকবেনাক ভ্রান্তিবিলাস, কোন অপকর্ম,
জানবে সবে ইসলাম এক শান্তি-প্রিয় ধর্ম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Heartfelt Thanks for your valuable comments.

ভালবাসি দিবা-নিশি _সূচীপত্র

তুমি আসবে বলে -কবিতার কাব্যিক,ছান্দসিক, মাত্রা, সাহিত্যিক, রসাস্বাদন ও আলোচনা, সমালোচনা, পর্যালোচনা, প্রেক্ষাপট,মানব জীবনে তাৎপর্য ও গুরুত্বের বিশ্লেষণ ও ব্যাখ্যা দাও।

তুমি আসবে বলে ----- আরিফুল ইসলাম ভূঁইয়া। আমার আকাশে নেই মেঘের আনাগোনা, নেই বিদ্যুৎ চমকানোর ঘনঘটা, সুস্পষ্ট নীল আসমান নির্বাক হয়ে, দিবা-...