বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০১৯

২১। ভাল থেকো খাদিজা

ভাল থেকো অনেক ভালো,
জান্নাতী হয়ে,
কেমন করে চলে গেলে,
কিসের অভিমানে!
জানবনা আর সবার খবর,
কোথায় কেমন আছে?
চলে গেলি এত্তো দূরে,
পায়না যেন খোঁজে।
ভাল থাকিস খোদার দয়ায়,
হুর পরীদের মাঝে,
দোয়া করিস সবার তরে
জান্নাত যেন মিলে।
জানতে কভু পারিনিক কেমন তোরা ছিলে,
স্বামী সন্তান খেশ পড়শী সবার সাথে মিলে।
মাফ করে দিস উদার মনে,
এমন পাষাণ যারা!
ভাবতে কভু পারিনিক
জীবন হবে সারা!
আরকি কভু স্মৃতির দুয়ার,
খুলবে শৈশবের!
মাহবুবা আর তোরা সবার,
টিফিন উপভোগের।
প্রথম তোমায় পেয়েছিলাম,
তৃতীয় শ্রেণীর ক্রমে,
আমি তখন সবার শেষে,
ডাবল প্রমোশনে।
প্রথম ক্রমিক কেমন করে,
করব দখল আমি
সেই ভাবনায় মজেছিলাম,
তখন সহপাঠী।
সেইযে তোমার সাথে হল,
ভাল করে চেনা,
পুতঃমনে চলছি সবাই,
নেইকো লেনাদেনা।
তোমার মতোই মনে পড়ে,
সবাই কেমন আছে?
মনির, নাজির, আওলাদ, আক্তার,
রহিম, আশিক সবে।
বোরহান, ফায়েজ, হুমায়ূন আর ইসমাইল,
জীবন, ছবি, বেবী আর জয়নাল আবেদীন।
কে যে কোথায় কেমন আছে,
আল্লাহ ভাল জানে,
দ্বীন-দুনিয়ার সফলতায়,
সবাই যেন থাকে।
(প্রাথমিক বিদ্যালয়ের সহপাঠিনী ও চাচাতো বোন মরহুমা মোছাম্মৎ খাদিজা আক্তার এর ইন্তেকালে।)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Heartfelt Thanks for your valuable comments.

ভালবাসি দিবা-নিশি _সূচীপত্র

তুমি আসবে বলে -কবিতার কাব্যিক,ছান্দসিক, মাত্রা, সাহিত্যিক, রসাস্বাদন ও আলোচনা, সমালোচনা, পর্যালোচনা, প্রেক্ষাপট,মানব জীবনে তাৎপর্য ও গুরুত্বের বিশ্লেষণ ও ব্যাখ্যা দাও।

তুমি আসবে বলে ----- আরিফুল ইসলাম ভূঁইয়া। আমার আকাশে নেই মেঘের আনাগোনা, নেই বিদ্যুৎ চমকানোর ঘনঘটা, সুস্পষ্ট নীল আসমান নির্বাক হয়ে, দিবা-...