সোমবার, নভেম্বর ৩০, ২০১৫

বাসন্তী ভাবনা





প্রতিটি বসন্ত যেন ফুলেল বিন্যাস,
ভ্রম্ররের গুঞ্জন আর কোকিলের
কুহু-কুহু তানে ভরপুর থাকে।

আঁকাবাঁকা নদীর স্বাধীনতার মূর্তপ্রতীক,
সুমধুর তার কলতান,
বিকেলের সোনালী রোদ,
সবি যেন সাথে রবে ।

সকালের কাঁচা সোনা রোদ,
নিরাক পরা দুপুরের নীরবতা,
দু’দুটো পাখি ডাকা নিঝুম সন্ধ্যায়,
কে যায় কারে খোঁজে।

মধ্য রজনীতে নিথর নীরবতায়,
শংকাহীন উৎফুল্ল হৃদয়ে,
পাখিরা সব ঘুমিয়ে পড়ে,
নিশ্চিন্তে স্ব স্ব নীড়ে।

২৬.০২.২০০৫
মাটিকাটা বাজার,
ঢাকা ক্যান্টনমেন্ট,
ঢাকা । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Heartfelt Thanks for your valuable comments.

ভালবাসি দিবা-নিশি _সূচীপত্র

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আন্তর্জাতিক অপরাধের বিস্তারিত বিশ্লেষণ

বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আন্তর্জাতিক অপরাধীদের বিস্তারিত বিশ্লেষণ দাও। বিশ্বের সকল দেশ ও সংস্থাগুলো মিলেও কি শাস্তি দিতে পারবেনা? ...