বুধবার, ডিসেম্বর ০৪, ২০১৯

জাগো আবার জাগো!

৪৯. 

এ কোন্ ঘুমে অচেতন, জাগবেনা কি জাগবেনা!
ভাই, বোন, আর শত মাজলুমার, কান্না কানে পৌঁছেনা?
জালিমের দল তোর দ্বারে কই, খুঁজিস কেন হদিস,
সে আশাতেই আছিস বসে! জীবন মরণ ভাবিস!
কাঁদার তরে মানুষ দূরে, পশু পাখি কেউ রবেনা,
পড়বি যখন বিপদ মাঝে, ছুটবিরে তুই পথ পাবিনা।
পরকে আপন করে নিতে, হলি যে তুই স্বার্থপর,
নিজেই নিজের ষোল আনা, পাষাণীর সব পূর্ণ কর।
মানবতার দীক্ষা দিবি, মানবতাই ভূলে গেলি!
এমন হলে, কেমনে চলে, বিশ্ব ধরিত্রী।
বাহুডোরে শান্তি পাবে, সকল জাতি ভেদ-ভূলে,
আজকে তোমার বেহাল দশা, দেখছে সবি বিশ্বরে।
কোথায় তোমার, বীরের জাতি, সত্য ন্যায়ের সাহস,
কোথায় গেল, মটকে ফেলার, জালিমের সব ধর।
জাগো আবার জাগো সবে হায়দরী সে হাঁক ছেড়ে,
পথ হারাবে, জালিম যতো, মরবে পথে প্রান্তরে।
সাহস পাবে, আশার আলো, নির্যাতিত ভাই-বোনে,
আবার ফিরাও পাগলা ঘোড়া,
ছুটতে মুক্তি, কল্যাণে।
নেইকো সময় পিছু ফেরার সামনে বার অগ্রণী,
পাষাণ, জালিম, দানব-মানব,
বিদায় হবে খুনি।

আরিফ ইবনে শামছ্ 
ফখরে বাঙ্গাল নিবাস,
বাড়ী# ১২৩৪, ওয়ার্ড# ১২,
ভাদুঘর, সদর, বি.বাড়ীয়া-৩৪০০।
০৪/০৯/২০১৭ ঈসায়ী সাল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Heartfelt Thanks for your valuable comments.

ভালবাসি দিবা-নিশি _সূচীপত্র

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আন্তর্জাতিক অপরাধের বিস্তারিত বিশ্লেষণ

বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আন্তর্জাতিক অপরাধীদের বিস্তারিত বিশ্লেষণ দাও। বিশ্বের সকল দেশ ও সংস্থাগুলো মিলেও কি শাস্তি দিতে পারবেনা? ...