বুধবার, ডিসেম্বর ০৪, ২০১৯

প্রতিশোধ

৬৫।  


উদাস হয়ে, জীবন পথে, চলছে পথের কোন সে পথে?
কোন ঠিকানায় মন সাধিছে, কোন পথে আজ চলছে হেঁটে।
কিসের আশায় ছুটছে কোথায়, যায় বেলা যায় নিদ নাহি তার,
কোন পাথারের সীমার মাঝে, কিসের খোঁজে নীলাচলে, ছুটছে বারংবার!

বেজায় নারাজ, তাই প্রতিশোধ, সয়বে কী তা' কেমন করে!
তোমার ভয়ে এমনি বেহুশ, ভূল করে যায় ভূলের পরে।
তপ্ত দাহ, অঝোর ধারা, ভূমিকম্প, খরা ঝড়ে,
দেখবে কতো ভালবাসে সুদিন-কুদিন বার মাসে।

পথ খুঁজিতে, পথ হারিয়ে, জীবন চালায় কোন সে পথে?
কিসের ঘোরে, কোথায় চলে, লক্ষ্যহারা কিসের শাপে?
নিজেই রচে নিজের কবর, জানেনা তা কোন কালে,
নিজের ধ্বংস ডেকে আনে, চেঁচিয়ে বেড়ায় মন্দ ভালে।

নেই অভিযোগ, কোন অনুযোগ, সব তোমারি প্রতিশোধ,
সকল পাপের-শাপের মোচন, আছে যতো তাঁদের বিরোধ।
নড়েনাতো পাতা কোন, হুকুম বিনা কভু,
মাফ করে দাও, নয় প্রতিশোধ, ওগো দয়াল প্রভু!

আরিফ ইবনে শামছ্
০৩/১০/২০১৭
মধুবাগ, মগবাজার, রমনা,  ঢাকা।
ভোর ০৪:২০ মিনিট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Heartfelt Thanks for your valuable comments.

ভালবাসি দিবা-নিশি _সূচীপত্র

তুমি আসবে বলে -কবিতার কাব্যিক,ছান্দসিক, মাত্রা, সাহিত্যিক, রসাস্বাদন ও আলোচনা, সমালোচনা, পর্যালোচনা, প্রেক্ষাপট,মানব জীবনে তাৎপর্য ও গুরুত্বের বিশ্লেষণ ও ব্যাখ্যা দাও।

তুমি আসবে বলে ----- আরিফুল ইসলাম ভূঁইয়া। আমার আকাশে নেই মেঘের আনাগোনা, নেই বিদ্যুৎ চমকানোর ঘনঘটা, সুস্পষ্ট নীল আসমান নির্বাক হয়ে, দিবা-...