শুক্রবার, মে ২৯, ২০২০

১১০। ফাগুনের গান


ফাগুন মাসে রুপের আগুন কৃষ্ণচূড়ার গায়,
সবুজ পাতার আঁড়াল থেকে কোকিল ডেকে যায়।
আম্রকানন সুবাস ছড়ায় মন মাতানো গন্ধে,
শাখায় শাখায় সবুজ কুঁড়ি জাগে মহানন্দে।
 
বন্ধ দেখি উত্তর বায়ু, শীতের মহা কম্পন, 
চুপি চুপি বয়ছে দেখো মৃদু সমীরণ।
নেই কুয়াশা, হিমেল বায়ু, শিশির কণা কোন,
মিষ্টি রোদের ছড়াছড়ি, নাতিশীতোষ্ণ। 
 
বরণডালা দোল খেয়ে যায়, শাখা প্রশাখায়,
কে সাজালো এমন সাজে, একটু ভাব ভাই। 
ভালবাসা, শ্রদ্ধা সবি, তাঁহার তরে রাখি,
ভালবেসে রুপ অপরূপ, দিলেন গানের পাখি।

এসোনা ভাই সবাই মিলে, গায় তাহারি গান,
দরুদ (সাঃ) পড়ি লাখো কোটি, যিনি মোদের প্রাণ। 
কবুল করে নাওগো প্রভূ, মোদের সকল স্তুতি,
শান্তি ধারা, দাও অফুরান, মহানবীর (সাঃ) প্রতি। 

আরিফুল ইসলাম ভূঁইয়া।
১৩/০২/২০১৮ ঈসায়ী সাল।
মধুবাগ, মগবাজার,
রমনা, ঢাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Heartfelt Thanks for your valuable comments.

ভালবাসি দিবা-নিশি _সূচীপত্র

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আন্তর্জাতিক অপরাধের বিস্তারিত বিশ্লেষণ

বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আন্তর্জাতিক অপরাধীদের বিস্তারিত বিশ্লেষণ দাও। বিশ্বের সকল দেশ ও সংস্থাগুলো মিলেও কি শাস্তি দিতে পারবেনা? ...