প্রেমের ভালবাসা
১১১।
"প্রেমের" নিদহীন বেলা যায়রে কতো,
নেইকো হিসাব তার,
খাবার দাবার কখন, কেবা,
খাবে কোন কাল।
মন মুকুরে ধ্যানের ছবি,
কী যে পাগলকরা!
কথা বুঝি অমীয় সুধা,
নাইরে ক্ষুধা -তৃষা।
দূর জানালায়, পথে পথে,
খুঁজছে কী না কথার ছলে!
কাজের কথা বলে বলে,
কোন পাঁথারে খুঁজে চলে।
আকাশ বাতাস, চাঁদ সেতারা,
কোকিল বিজন বনে,
মনের কথা বলছে নিতুই,
নিতে প্রিয়জনে।
ফিরে ফিরে, বারে বারে,
পথ চলিছে শত,
ভালবাসার শুনবে কথা,
চাতক পাখির মত।
প্রথম যেদিন দৃষ্টি পড়ে,
মুক্তাখানার 'পরে;
সেদিন থেকে শপথ নিলাম,
দেহ-মনের জোড়ে।
ভালবাসার স্বর্গ আমার,
জীবন-মরণ পণে,
রাখবো পুতঃপবিত্র তা'
নেবো হালাল করে।
ভালোবাসা! সস্তাদরে,
বস্তাভরা নোংড়ামি?
আবেগ যেনো লাগামহীন,
হীন, নীচের নষ্টামি?
কেমন করে আশা করো,
ভালবাসার সুফল!
শান্তিধারা আনবে বয়ে,
করবে জগত উজল।
দুজন হতেই বংশ নদী,
ছুটবে নিশিদিন,
চাও কী কভু, তারা সবাই,
করতে সবি মলিন!
তাই বলে যাই, চলো সবাই,
সত্যিই ভালবাসি,
খোদার দেয়া বিধান মানি,
ধূলায় স্বর্গ রচি।
ঠগ -প্রতারক, মিথ্যা প্রেমিক,
কুলাংগারদের পেলে,
আঁগাছাদের করবে উচ্ছেদ,
সবাই মিশে-মিলে।
আরিফুল ইসলাম ভূঁইয়া।
১৪/০২/২০১৮ ঈসায়ী সাল।
মধুবাগ, মগবাজার,
রমনা, ঢাকা।
"প্রেমের" নিদহীন বেলা যায়রে কতো,
নেইকো হিসাব তার,
খাবার দাবার কখন, কেবা,
খাবে কোন কাল।
মন মুকুরে ধ্যানের ছবি,
কী যে পাগলকরা!
কথা বুঝি অমীয় সুধা,
নাইরে ক্ষুধা -তৃষা।
দূর জানালায়, পথে পথে,
খুঁজছে কী না কথার ছলে!
কাজের কথা বলে বলে,
কোন পাঁথারে খুঁজে চলে।
আকাশ বাতাস, চাঁদ সেতারা,
কোকিল বিজন বনে,
মনের কথা বলছে নিতুই,
নিতে প্রিয়জনে।
ফিরে ফিরে, বারে বারে,
পথ চলিছে শত,
ভালবাসার শুনবে কথা,
চাতক পাখির মত।
প্রথম যেদিন দৃষ্টি পড়ে,
মুক্তাখানার 'পরে;
সেদিন থেকে শপথ নিলাম,
দেহ-মনের জোড়ে।
ভালবাসার স্বর্গ আমার,
জীবন-মরণ পণে,
রাখবো পুতঃপবিত্র তা'
নেবো হালাল করে।
ভালোবাসা! সস্তাদরে,
বস্তাভরা নোংড়ামি?
আবেগ যেনো লাগামহীন,
হীন, নীচের নষ্টামি?
কেমন করে আশা করো,
ভালবাসার সুফল!
শান্তিধারা আনবে বয়ে,
করবে জগত উজল।
দুজন হতেই বংশ নদী,
ছুটবে নিশিদিন,
চাও কী কভু, তারা সবাই,
করতে সবি মলিন!
তাই বলে যাই, চলো সবাই,
সত্যিই ভালবাসি,
খোদার দেয়া বিধান মানি,
ধূলায় স্বর্গ রচি।
ঠগ -প্রতারক, মিথ্যা প্রেমিক,
কুলাংগারদের পেলে,
আঁগাছাদের করবে উচ্ছেদ,
সবাই মিশে-মিলে।
আরিফুল ইসলাম ভূঁইয়া।
১৪/০২/২০১৮ ঈসায়ী সাল।
মধুবাগ, মগবাজার,
রমনা, ঢাকা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Heartfelt Thanks for your valuable comments.