শুক্রবার, মে ২৯, ২০২০

সিরিয়া থেকে বলছি

১১৫।


কলম ছোঁড়ো অস্র ধরো,
কলম হল বিকল,
অস্র অজস্র অস্রেই জবাব,
লাগাও তাদের শিকল।

মুখে মুখে শান্তি বাণী,
কথাই তাদের সার,
অস্র বেচা, হীন স্বার্থ,
নাইরে কিছু আর!

বন্ধ্যা হলো বিশ্ব কবে?
মহান নেতা কোথা'?
রক্ত সাগর, মৃত্যুলোক,
নাইরে মানবতা।

বিশ্বটারে স্বর্গ করে,
তুলবে গড়ে কারা?
মানুষ হয়ে মানুষ মারে,
নেইযে জড়তা।

জাতি হচ্ছে ছিন্ন ভিন্ন,
জাতিসংঘ নির্বিকার,
নগ্নভাবে জালিম পক্ষে,
সকল ভেটো পাওয়ার।

আরিফুল ইসলাম ভূঁইয়া
১০/০৩/২০১৮ ঈসায়ী সাল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Heartfelt Thanks for your valuable comments.

ভালবাসি দিবা-নিশি _সূচীপত্র

আল্লাহ সৃষ্টিকুল সৃষ্টি করার কাজ কখন, কিভাবে শুরু করেন?

আল্লাহ সৃষ্টিকুল সৃষ্টি করার কাজ কখন, কিভাবে শুরু করেন? চ্যাটজিপিটি: খুবই গুরুত্বপূর্ণ ও গভীর প্রশ্ন করেছেন। ইসলামী আকীদা, কুরআন, হাদীস এবং ...