শুক্রবার, মে ২৯, ২০২০

১০৭। মরহুম আলী আহমদ ভূঁইয়া চাচার ২য় ছেলে, আমাদের সবার প্রিয় ছোট ভাই, মোঃ আল আমীন ভূঁইয়ার অকাল মৃত্যুতে শোকগাঁথাঃ

সে রাতে! আলো আঁধারে,
দেখা হলো বুঝি শেষে,
লাজুক ভঙ্গিতে, স্মীত হেসে,
আর কী কভু, কথা হবে!

শৈশবে কৈশোরে খেলেছি সবে,
মাঠে ময়দানে, খালে বিলে ঝিলে,
চৈত্র্যের খর রৌদ্রে, বর্ষার জলে মিলে,
শীত, গ্রীস্মের ভরদুপুরে, সন্ধ্যাকালে।

আজ কোথা' ভাই,কার ইশারায়,
সবা'কে ছেড়ে চলে গেলে হায়!
কোন সুদূরে, কোন অভিমানে!
শোকাহত আজ দেখো সবজনে।

সান্ত্বনা পাবো কোথায় বলো,
আজ দিবে কে কা'রে!
মা হারালো নয়ন মণি,
সন্তান খোঁজে ফিরে।

ভাই বোন খোঁজে, ভাই পাবে ফিরে,
ফের খোঁজে আর ভাবে,
এই বুঝি এসে বলবে হেসে,
ভাবছো কেনো মিছে!

"যতোদিন মোর হায়াত ছিলো,
ছিলাম সবার সাথে,
সুখে দুঃখে সব বেলাতেই,
সকল জনের পাশে।
দোয়া চাই, দোয়া ক্ষমার তরে,
ক্ষমা করো সবে শেষে,
হাসিমুখে ফের দেখা হয় যেনো,
জান্নাতুল ফেরদাউসে।
কচি কাঁচা মোর আদরের মণি,
রাখিলাম আজ আমানত সবি,
মানুষের মতো মানুষ হবে,
সবার পাশে রবে।"

২০/০১/২০১৮ ঈসায়ী সাল।
ফখরে বাঙ্গাল নিবাস,
ভাদুঘর, বি.বাড়ীয়া।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Heartfelt Thanks for your valuable comments.

ভালবাসি দিবা-নিশি _সূচীপত্র

ফেইসবুক কমেন্ট ও জবাব

শিক্ষকরা যখন ছাত্রীদেরকে অনৈতিক ও কুপ্রস্তাব দেয় তখন শিক্ষকদের সম্মানের কথা কি শিক্ষকদের স্মরণে থাকে না? উত্তর: Monirul Islam Bhuiyan চাচা ...