৮৮। প্রাণের চেয়ে প্রিয় কুদস
ওরা মার খাচ্ছে, খাক, জ্বলে পোঁড়ে
ছারখার হয়ে যাক,
পুরো ভিটে মাটি, সাজানো সংসার,
কারো দখলে এমনি থাক।
আমার আসন ঠিক আছে তো!
বিশ্ব তাহার সবি হারাক।
মানব-দানব ধ্বংস চালায়,
কার কী আসে যায়!
তোমার আঙ্গিনায় ফোটে,
রং বেরঙের, নানা জাতের ফুল,
আমার আঙ্গিনা ক্ষত বিক্ষত,
জাজরা বুলেটে, বংশ নির্মূল!
তোমার সুখে ও দুঃখে সবাই
প্রাণাধিক সুখী ব্যাথাতুর,
আমার জীবন যৌবন, সন্তান,
প্রিয়তমা হারায়, নিত্য কূল।
বসত ভিটা, জমি-জমা, স্বপ্ন কাঁড়ে,
পাষাণ অরি,
সকাল-সাঁঝে, হর হামেশা, ঝাঁপিয়ে
পড়ে প্রাণ হরি।
যাক চলে যাক সহায় সন্তান
দুঃখ নাই মোর অন্তরে,
প্রাণের চেয়ে প্রিয় কুদস
প্রাণের চেয়ে প্রিয় কুদস
কার দখলে, কোন কারণে?
শান্তি নিয়ে জুয়া খেলা,
শান্তি নিয়ে জুয়া খেলা,
খেলছে কারা দিবালোকে,
দাবা খেলার গুটি নিয়ে,
দাবা খেলার গুটি নিয়ে,
হন্যে হয়ে চলছে ছুটে।
শান্তি-চাবি গুটি কয়েক
বোকা রাজার হাতেই রবে?
বিশ্ব মাঝে ঝাঁকিয়ে তোলা,
বিশ্ব মাঝে ঝাঁকিয়ে তোলা,
অশান্তির সেই শেষ কবে?
যতো আছে পথের কাঁটা,
যতো আছে পথের কাঁটা,
সরায় সবে শক্ত হাতে,
অত্যাচারীর বুকে মাটি,
অত্যাচারীর বুকে মাটি,
দাফন করি সবাই মিলে।
চিরতরে স্তব্ধ করি,
চিরতরে স্তব্ধ করি,
ঝগড়া বিবাদ মারামারি,
কারণে আর অকারণে
কারণে আর অকারণে
করে যারা হানাহানি।
বিশ্বটাকে এমনি করে তুলে দিবে!
পাগল, ছাগল, পামর করে,
ভয় কি তোমার, ভীত কেন?
শক্তি তোমার কম কি কীসে??
মানবতার ধারক বাহক
বিশ্বটাকে এমনি করে তুলে দিবে!
পাগল, ছাগল, পামর করে,
ভয় কি তোমার, ভীত কেন?
শক্তি তোমার কম কি কীসে??
মানবতার ধারক বাহক
কোটিকোটি জীবন পাবে,
অস্ত্র তোমার ঈমান আমল,
শক্তির আধার আল্লাহ পাশে।
আরিফুল ইসলাম ভূঁইয়া
সকাল ০৭ টা ৩৩ মিনিট।
১৪/১২/২০১৭ ঈসায়ী সাল।
মধুবাগ, বড়মগবাজার,
রমনা, ঢাকা-১০০০।
অস্ত্র তোমার ঈমান আমল,
শক্তির আধার আল্লাহ পাশে।
আরিফুল ইসলাম ভূঁইয়া
সকাল ০৭ টা ৩৩ মিনিট।
১৪/১২/২০১৭ ঈসায়ী সাল।
মধুবাগ, বড়মগবাজার,
রমনা, ঢাকা-১০০০।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Heartfelt Thanks for your valuable comments.