সোমবার, জানুয়ারী ০১, ২০২৪

৭৭। "শনিবারের হুজুর"

(সবার ঘরে থাকুক এমন মা। ভাদুঘর সহ আশেপাশের অন্যান্য গ্রামের সন্মানীত মহিলা, কন্যাদের কাছে সকালের মক্তবের মহিলা হুজুর এবং "শনিবারের হুজুর" নামে পরিচিত আমাদের মা, তা'লীমুল মো'য়াল্লিমা, ক্বারীয়াহ্ আলহাজ্ব হালীমা সাদীয়া ভূঁইয়া (রাহঃ)। উনার তামাম জীবনের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস নাসিবের জন্য দোয়ার আবেদন। )


শনিবারে শনির দশা,
মিথ্যে করলে সবি,
দ্বীনের মশাল তোমার হাতে,
আসতো ছুটে জানি।
"শনিবারের" হুজুর বলে,
শত প্রাণের ঠাঁই,
দেশ পড়শী, খেস সকলি,
বাসছে ভালো তাই।
তোমার মিশন ভিশন জানে,
সবার কল্যাণে,
দ্বীন-দুনিয়ার সুখের ধারা,
সবার জীবন জুড়ে।
চলবে পথে দ্বীনের আলোয়,
দ্বীনের তা'লীম করে,
পথ দেখালে, বিশাল মনে,
প্রতি শনিবারে।
জ্ঞানের তৃষা সঙ্গে করে,
দূর দূরান্ত হতে,
আসতো ছুটে, শনিবারে,
সবাই সদলবলে।
শুদ্ধ করে কোরান শরীফ,
পড়তো জনে জনে,
তা'লীম হতো দ্বীনের আলোয়,
জোহর নামাজ পড়ে।
তা'লিম পর্ব শেষ হতো ঠিক,
আসর আজান শোনে,
চাওয়া পাওয়া সব আবেদন,
চলতো দু'হাত তুলে।
অশ্রুঝরা মোনাজাতে বলতো
সবে কথা,
খোদার আরশ কাঁপতো সদা,
মোমিন হৃদে ব্যাথা।
ধ্যান ধারণা, দিক নিশানা,
শক্তি নিয়ে ফিরে,
বাড়ীর পথে চলতো সবাই,
আসর নামাজ শেষে।

------- আরিফুল ইসলাম ভূঁইয়া
২৬/১১/২০১৭ ঈসায়ী সাল।
ফখরে বাঙ্গাল নিবাস
বাড়ী#১২৩৪; ওয়ার্ড#১২;
সদর, বি.বাড়ীয়া -৩৪০০।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Heartfelt Thanks for your valuable comments.

ভালবাসি দিবা-নিশি _সূচীপত্র

প্রেম আর ভালোবাসা কবিতাটির সারাংশ বা সারমর্ম চাই

কবিতাটির সারাংশ বা সারমর্ম চাই প্রেম আর ভালোবাসা ___আরিফ শামছ্ দৃষ্টির সীমানায়, হৃদয়ের মোহনায়, কে এলো? কে যায়? জান্নাতী সমীরণে, বাসনার ঢেউ ...