শনিবার, নভেম্বর ২৯, ২০২৫

প্রেম আর ভালোবাসা

দৃষ্টির সীমানায়, হৃদয়ের মোহনায়,

কে এলো? কে যায়?

জান্নাতী সমীরণে, বাসনার ঢেউ ধায়,

চঞ্চলা দোল খায়।

আঁখি দ্বয় তৃপ্ত,অশ্রুতে সিক্ত,

চঞ্চল প্রাণ-মন,

কোন কিছু স্থির নেই,

অস্থির, আনমন।

নাওয়া খাওয়া ভূলে যায়,

চিন্তার শেষ নাই,

সব কিছু এলোমেলো, 

নিজেদের ভুলে হায়!

প্রণয়ী চারিপাশে 

বারবার দেখা পায়,

কম্পিত মন খুঁজে, 

সবকিছু বলি তারে,

কথা লিখে কবিতায়,

ইংগিতে আকারে।

সায় পেলে হবে প্রেম,

না হয় ভালোবাসা। 

দু'জনে দু'জনার, 

মিলে মিশে একাকার, 

সবকিছু হরষে,

ফিরে পায় বারবার। 

সুখে সুখ অবিরাম,

জান্নাতী প্রেমে পায়,

মিলেমিশে দুজনের, 

জীবনের অভিপ্রায়। 

প্রেম রয় কখনো

ইতিহাসের ভাঁগাড়ে,

একপেশে ভালোবাসা,

আজীবন আহারে!

ভালোবেসে ভুলা যায়? 

বলিবো কাহারে!!!

মেনে যায় কতোবার,

ভাগ্যের সীমানা, 

তুমি কারো হতে পারো,

মন কভু মানেনা।

জানিনা মন তব,

করে কীনা আনচান, 

তৃষ্ণায় ছটফটে, 

নীরবে আহ্বান। 

দগদগে ক্ষতদিয়ে,

হৃদয়ের গভীরে, 

ঝরে কতো রক্ত,

দেখাবো কী করে!!!

দু-জনে নির্জনে,

দুঃখে যাতনায়, 

আকাশের পানে চাও,

নিবেদন প্রার্থনায়।

উদাসীন নীরবে,

দগ্ধ বারবার,

ভালোবাসা দুজনেই,

চায় শুধু একবার।


___আরিফ শামছ্

০১/০৬/২০২৪ খ্রীঃ

মদীনা, 

সউদী আরব।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Heartfelt Thanks for your valuable comments.

ভালবাসি দিবা-নিশি _সূচীপত্র

ক্ষমতার বদলে ইনসাফ

প্রশ্নটি প্রতিশোধ বা সহিংসতার পক্ষে নয়, বরং খুনের রাজনীতি বন্ধ করে সত্য, ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার পথ জানতে চাওয়া—এটা খুবই গুরুত্বপূর...