সোমবার, মে ২৩, ২০২২

ভাদুঘর আইডিয়াল কলেজ বলছি

ভাদুঘর আইডিয়াল কলেজ বলছি
------------আরিফুল ইসলাম ভূঁইয়া 

ভাদুঘর আইডিয়াল কলেজ বলছি,
আমার মনের সকল কথা রাখছি।
তোমরা সবে মনের মাঝে একটু জায়গা দিও,
আমার থেকে যে যা নেবার, সকলটুকু নিও।

দেখছি কতো, পূর্ব পুরুষ কষ্ট করলো কতো!
পারনলনা যে, দেখিয়ে দিতে, এই আজিকার মতো।
তোমরা সবে সফল হলে, আমায় স্বরূপ দিতে,
ব্যর্থ যেনো হয়না কভু জীবন ফসল নিতে।

ইতিহাসের বাঁকে বাঁকে স্বপ্ন কাহার আঁকা,
পূর্ব পুরুষ গেঁথেছিলো, অতুল বিজয় গাঁথা। 
ঝাঁকে ঝাঁকে তরুণ তরুণী ছুটবে কলেজ পানে,
জ্ঞান তৃষ্ণা নিবারনে, বড় হওয়ার টানে।

ভাবতে পারো, আজি হতে অনেক বছর পরে,
কতশত জ্ঞানী গুণী, রবে মোদের ঘরে।
শান্তিমাঝে বাস করিবে গ্রামের সকল জন,
ভুরি ভুরি পাশে পাবে সদা সৎজন।

২২/০৫/২০২২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Heartfelt Thanks for your valuable comments.

ভালবাসি দিবা-নিশি _সূচীপত্র

ফেইসবুক কমেন্ট ও জবাব

শিক্ষকরা যখন ছাত্রীদেরকে অনৈতিক ও কুপ্রস্তাব দেয় তখন শিক্ষকদের সম্মানের কথা কি শিক্ষকদের স্মরণে থাকে না? উত্তর: Monirul Islam Bhuiyan চাচা ...