বুধবার, অক্টোবর ০৯, ২০১৯

০২। সাড়া পড়েছে,  সবাই জেনেছে


সেবার নামে পকেট কাটা,
রুগী নিয়ে রং তামাশা,
হয়রানি আর মন্দ দশা,
সবি যেন পিছু ছাড়েনা।
ভাল করে জানুন আগে,
ডাক্তার ভাল কোন হাসপাতালে,
কারা দিবে যত্ন সেবা,
কম খরচে ঔষধ কেনা।
সাড়া পড়েছে,  সবাই জেনেছে,
ফ্যামিলি ল্যাব হাসপাতালে,
সেবা চিকিৎসা, কম খরচে,
দক্ষ ডাক্তার হাতের কাছে।
বিশ্বাস কর, সেবা দেখে,
ভূল করোনা, হেলায় পড়ে।
একটুখানি ভূল ঘটিলে,
প্রাণটি যাবে শেষে।
১৩.০৪.২০১৭
বৃহঃস্পতিবার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Heartfelt Thanks for your valuable comments.

ভালবাসি দিবা-নিশি _সূচীপত্র

ক্ষমতার বদলে ইনসাফ

প্রশ্নটি প্রতিশোধ বা সহিংসতার পক্ষে নয়, বরং খুনের রাজনীতি বন্ধ করে সত্য, ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার পথ জানতে চাওয়া—এটা খুবই গুরুত্বপূর...