বিশ্বব্যাপী স্ট্রোক একটি প্রধান মৃত্যুর কারণ, এবং কাজের সম্পর্কিত কারণে এর একটি উল্লেখযোগ্য অংশ ঘটে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে ৭,৪৫,০০০ মৃত্যুর জন্য দীর্ঘ সময় কাজ করা (প্রতি সপ্তাহে ৫৫ ঘণ্টা বা তার বেশি) দায়ী, যার মধ্যে অনেক মৃত্যু স্ট্রোকের কারণে ঘটেছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের দেশে দীর্ঘ সময় কাজ করার কারণে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়, যেখানে শ্রম সুরক্ষার নিয়মাবলী তুলনামূলকভাবে দুর্বল।
👤 আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্) প্রতিষ্ঠাতা ও পরিচালক 📚 শিক্ষাগত যোগ্যতা: বি.এস.এস (অনার্স), অর্থনীতি — জাতীয় বিশ্ববিদ্যালয়, এম.এস.এস (অর্থনীতি) — জাতীয় বিশ্ববিদ্যালয়, বি.এড — জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, এম.এড — ঢাকা বিশ্ববিদ্যালয়| 🏫 পেশাগত অভিজ্ঞতা: প্রাক্তন শিক্ষক, ব্লু-বার্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, মাটিকাটা, ঢাকা সেনানিবাস। প্রাক্তন শিক্ষক, হলি ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকা। 📧 Email: arifshamsacademy@gmail.com Mobile: +966510429466
শিরোনাম
- ভালোবাসি দিবানিশি (156)
- প্রবন্ধ (52)
- ইসলামিক (41)
- Videos | ভিডিও (40)
- জীবন জাগার গান (29)
- স্রষ্টা ও সৃষ্টির যোগাযোগ (28)
- চির বিপ্লবী (27)
- আন্তর্জাতিক (23)
- কবিতা সমগ্র (18)
- বিশ্লেষণধর্মী (18)
- তারায় তারায় কবিতা (15)
- স্বপ্নের আদ্যোপান্ত (13)
- LOVING DAY TO NIGHT (12)
- কবিতা (12)
- কবিতার স্বর্গ-কানন (12)
- অর্থনৈতিক (11)
- NEWS (9)
- আধ্যাত্মিক|Spiritual (9)
- বিদ্রোহী তুমি বিপ্লবী (8)
- গল্প (6)
- জাতীয় (5)
- দৈনিক মহাবিশ্ব (5)
- Images & Photo (4)
- আমার বাবা (4)
- বিজ্ঞান ও প্রযুক্তি (4)
- Career (2)
- অন্যান্য | Others (2)
- উপন্যাস (2)
- স্বাস্থ্য ও চিকিৎসা (2)
- Add & Circulars (1)
- Certificate and Achievements (1)
- Circular| বিজ্ঞাপন (1)
- Revolutionary-Rebel (1)
- শিক্ষা ও শিক্ষক (1)
সোমবার, অক্টোবর ২৮, ২০২৪
বিশ্বব্যাপী স্ট্রোক
শুক্রবার, জুলাই ১২, ২০২৪
শিক্ষকের প্রতি অছিয়ত - বযলুর রশীদ
রবিবার, জুন ৩০, ২০২৪
৯০। অনুশোচনা
পদে পদে, প্রতি পদে, জড়ায়ে পাপে,
মুক্ত না হতে পারি,
আশা নিরাশার দোলাচলে চলি,
দিবা-নিশি এমনি করি।
কখনো শয়তান, নিজের নাফস,
দুনিয়ার মন্দ সব,
হৃদয় গহীনে বাসা বেঁধে চলে,
চালায় যতো তান্ডব।
সহজ সরল পথের সন্ধানে ছুটি,
দিনমান কেন বিপথে চলি!
ঘুমের জোয়ারে ক্লান্ত দু'চোখে,
আপনারে লয়ে,ব্যস্ত নিশিতে।
কোথায় মাগিব দু'দন্ড শান্তি,
কেমনে ভূলিব জমানো ক্লান্তি,
কাঁদিব কোথায় পথযে হারায়,
আপনার ভূলে, পথ ভূলে যায়।
ভূল করে করে, নিঃস্ব আজি,
কোথাও কি কিছু আছে বাকি!
চারিদিকে দেখি মরু মরিচীকা,
আশার দোয়ার হারালো কোথা!
ভাঙ্গিতে ভাঙ্গিতে ক্ষীণ মনোবল,
অনুশোচনার অস্থির মরুঝড়।
আশার দীপালী নিভু নিভু কভু,
তবু স্বস্থি, জাগে তাওহীদ, মনে প্রভু!
আশ্রয়হীনের সেরা আশ্রয়,
সর্বোত্তম করুণার আলয়,
নিরাশার মাঝে আশার আলো,
বাঁচিবার তরে পিদিম জ্বালো।
নূতন আশার ঝলকানিতে,
জীবন পথের বাঁকে বাঁকে,
অসীম শান্তি-স্বস্থি মিলে,
তোমার অশেষ রহমতে।
করুণাধারা চায় অবিরাম,
দেশ ও জাতির তরে অফুরান।
পাপ ও তাপের পথ হারাবে,
লক্ষ্য-পথের যোজন দূরে।
আরিফুল ইসলাম ভূঁইয়া
২৪/১২/২০১৭ ঈসায়ী সাল।
রাত ১১ টা,
২৩/১২/২০১৭।
মধুবাগ, বড়মগবাজার,
রমনা , ঢাকা।
৮৯। পরোয়ানা
ভালবাসা ভরে থাক,
প্রতিটি অন্তর;
ভালবেসে বেঁচে থাকা,
হউক মূল মন্তর।
পথে ঘাটে জোড়া জোড়া,
বসে থাকে নীরবে;
সহাস্যে হেলে দুলে,
কেউ চলে সরবে।
আকাশের তারা সম,
যুগলেরা জ্বলে নিভে,
কত কথা বিনিময়,
চলে মান অভিমানে।
সত্যি হয়ে থাক,
সব সুখ স্বপ্ন,
স্বপ্নের বলাকারা,
হয়ে যাক ধন্য।
থেকো সবে চিরদিন,
পাপ তাপ মুক্ত,
দিন দিন বাড়ে যেন,
পূণ্যের প্রস্থ।
ভালবাসি ভালবাস,
দিবা নিশি সত্য,
স্বর্গ হবে দেখো,
ধূলীর এই মর্ত্য।
ভালবাসার অভিনয়ে,
কেঁড়ে নিবে যতো সব,
জিম্মী করে কভু,
জুলুমের উৎসব।
সঙ্গ দিবে ঠিক,
যবে তার প্রয়োজন,
ফিরে আর পাবেনা,
হবে শেষ আয়োজন।
নেশা করে প্রেম করে,
সুস্থতা বিনাশে,
উপকরন সহজেই,
রবে আশে পাশে।
মিলবে সব তার,
যতো চাওয়া ফন্দী,
মৃত্যুর পরোয়ানা,
কভু পাপে বন্দী।
চায় সৎ সঙ্গ, সুখ ভোগ, শান্তি,
প্রেম আর ভালবাসা একটু শ্রান্তি।
প্রতারক, লোভী সব, একা থেকে মুক্তি,
চাই পাশে,সৎ জন, এই হোক চুক্তি।
- আরিফুল ইসলাম ভূঁইয়া
২১/১২/২০১৭ ঈসায়ী সাল।
গুলশান-০১,
ঢাকা।
৮৮। প্রাণের চেয়ে প্রিয় কুদস
ওরা মার খাচ্ছে, খাক, জ্বলে পোঁড়ে
ছারখার হয়ে যাক,
পুরো ভিটে মাটি, সাজানো সংসার,
কারো দখলে এমনি থাক।
আমার আসন ঠিক আছে তো,
বিশ্ব তাহার সবি হারাক।
মানব-দানব ধ্বংস চালায়,
কার কী আসে যায়।
তোমার আঙ্গিনায় ফোটে,
রং বেরঙের, নানা জাতের ফুল,
আমার আঙ্গিনা ক্ষত বিক্ষত,
জাজরা বুলেটে, বংশ নির্মূল!
তোমার সুখে ও দুঃখে সবাই
প্রাণাধিক সুখী ব্যাথাতুর,
আমার জীবন যৌবন, সন্তান,
প্রিয়তমা হারায়, নিত্য কূল।
বসত ভিটা, জমি-জমা, স্বপ্ন কাঁড়ে,
পাষাণ অরি,
সকাল-সাঁঝে, হর হামেশা, ঝাঁপিয়ে
পড়ে প্রাণ হরি।
যাক চলে যাক সহায় সন্তান দুঃখ নাই
মোর অন্তরে,
প্রাণের চেয়ে প্রিয় কুদস, কার দখলে,
কোন কারণে?
শান্তি নিয়ে জুয়া খেলা, খেলছে কারা
দিবালোকে,
দাবা খেলার গুটি নিয়ে, হন্যে হয়ে
চলছে ছুটে।
শান্তি-চাবি গুটি কয়েক বোকা রাজার
হাতেই রবে?
বিশ্ব মাঝে ঝাঁকিয়ে তোলা, অশান্তির
সেই শেষ কবে?
যতো আছে পথের কাঁটা, সরায় সবে
শক্ত হাতে,
অত্যাচারীর বুকে মাটি, দাফন করি
সবাই মিলে।
চিরতরে স্তব্ধ করি, ঝগড়া বিবাদ
মারামারি,
কারণে আর অকারণে করে যারা
হানাহানি।
বিশ্বটাকে এমনি করে তুলে দিবে!
পাগল, ছাগল, পামর করে,
ভয় কি তোমার, ভীত কেন?
শক্তি তোমার কম কি কীসে??
মানবতার ধারক বাহক কোটি
কোটি জীবন পাবে,
অস্ত্র তোমার ঈমান আমল,
শক্তির আধার আল্লাহ পাশে।
----- আরিফুল ইসলাম ভূঁইয়া
১৪/১২/২০১৭ ঈসায়ী সাল।
সকাল ০৭ টা ৩৩ মিনিট।
১৪/১২/২০১৭ ঈসায়ী সাল।
মধুবাগ, বড়মগবাজার,
রমনা, ঢাকা-১০০০।
শনিবার, জুন ২৯, ২০২৪
বিপ্লবী (২৬)
https://fictionfactory.org/contributor/2165
-----আরিফ শামছ্
বিপ্লবী (২৫)
https://fictionfactory.org/contributor/2165
বিপ্লবী!
বিপ্লবীরা জাগো,
তর্জন গর্জনে,
গর্জে ওঠো,
স্বপ্ন, ঘুৃমের মোহ,
ঘুমিয়ে আছে,
যারা আছো।
ভাঙবি ওরে ভাঙবো।
মিছে আশ্বাস, কল্প বিশ্বাস,
নয় পটাতে বিশেষ বাতাস,
দেখরে চেয়ে, খোল্ ইতিহাস,
বিপ্লবীদের জয়োল্লাস।
কালের সাথে সমান তালে,
বন্দী সমাজ, বিপদ জালে,
খাঁমচে ধরে, জাতির পালে,
সলীল কবর চায় অকালে!
ঘাপটি মেরে, সবার মাঝে,
চুপটি করে, সকাল সাঁঝে,
করছে ক্ষতি দিবস রাতে,
মরণ ফাঁদের জাল পাতে।
বিপ্লবী!
আগাছা বাছো,
গোঁড়ায় ধরো,
জোরসে মারো টান,
মানুষ নামে অমানুষ,
মন্দ! নামে ভালো,
রয়না যেনো প্রাণ।
দেশ ও জাতির কল্যাণে,
প্রাণে প্রাণে প্রাণ এনে
বিপ্লবীরা রণে।
দেশ ও দশের ক্ষতি সবার,
নেই কোন বোধ, বিবেক বিচার,
পুতুল সম নাচে নাচায়,
যেমনে তাদের শেখায়।
ওরা জাতীয় বেঈমান,
বিশ্বাসে গাদ্দার,
হাতে গোনা কটা চাটুকার,
ওদের ধরো, বোধ ফিরাবার,
শাস্তি হবে বেদম প্রহার।
বিপ্লবী!
অপূরণীয় ক্ষয়-ক্ষতি,
কুটচালের মাত্রা অতি,
সব অরিদের একই গতি,
মরণ দানে টানবে যতি।
নূতন বিশ্ব,
শত্রু মুক্ত,
সবাই সবার আপন,
জীবন মরণ,
বিপদ আপদ,
নেই কোন ভয়,
সবাই পাশে,
নিখাঁদ আশে,
হাতের কাছে,
নেই কোন সংশয়।
২৮/০৮/২০২০
বিপ্লবী (২৪)
https://fictionfactory.org/contributor/2165
বিপ্লবী,
ক্ষুরধার লিখন,
শাণিত ভাষণ,
ক্ষীপ্র তীব্র,
চলাচল তব,
হারালো যত,
শ্বাশ্বত ছন্দ।
আজ কেনো,
পরাণে ব্যথা,
দুঃখ গাঁথা,
পাথর চোখে,
অশ্রু ঝরা,
নিরানন্দ!
বিপ্লবী,
কোথা' তোর,
বিপ্লবী দোর,
রাঙ্গা ভোর,
অগ্নিগর্ভ,
চির নতুন;
ঝরাজীর্ণ,
সব পুরাতন,
ভীত বিহ্বল,
পুড়ে মরলো!
বিপ্লবী!
হারিয়ে গেলি!
হেয় হারালি,
ঘুমের নেশা,
নেশার ঘুমে,
স্বপ্ন দেখে,
দিন কাটালি;
আর কতোকাল,
হবে নাকাল,
ঘরের পরে,
সবার তরে!
এমন করে,
হবে বলি!
হুংকারে তোর,
কাঁচের মতো,
ভেঙ্গে ফেলো,
বাধা যতো,
দল উপদল,
হল একদল।
ঝাঁপিয়ে পড়ো,
বীরের জাতি,
বিদায় করো,
আঁধার রাতি।
ছিনিয়ে আনো,
আলোর ভোর,
শান্তি সুখের,
ঐশী দোর।
০৪/১০/২০১৯
বিপ্লবী (২৩)
বিপ্লবী!
স্থানেস্থানে,
মানব জনে,
প্রাণে প্রাণে,
জাগাও প্রাণ;
প্রাণহীন দেহ,
নীরব নিথর,
স্থবীর পাথর,
রবে নিষ্প্রাণ?
মনে প্রাণে,
মানে শাণে,
মিলে মিশে,
দিবা নিশি;
জাগো আজি,
রাখবে বাজি,
জাগাও সবি,
অগ্রে র'বি।
চিরবিপ্লবী!
জন্ম জন্মান্তরে,
অবহেলা অনাদরে,
কষ্টের রাজপথে,
ভঙ্গুর বন্ধনে,
কাছাকাছি ;
মৃত্যুপথে,
গলাগলি করে,
মৃত্যু ধ্বংসে,
ইতিবৃত্ত লিখে,
নবজাগরণে,
আমরণে,
চলো পাশাপাশি।
মৃত্যুঞ্জয়ী!
বিপ্লবী।
মৃত্যু জয়,
কর কমলে,
মৃত্যুভয়,
কোথা' হারালে,
অমৃত পানে,
কে হারাবে,
ছুটাছুটি দশদিক ;
অত্যাচারী,
চির অপকারী,
রক্তখেঁকো,
নিঁঠুর পাষাণী,
পালায় ছুটে,
মৃত্যুভয়ে,
দিক্বিদিক।
বিপ্লবী!
আজি তোর,
উল্লাসী ভোর,
খোলবে দোর,
বাহন বায়ু,
বাড়ছে আয়ু,
শক্তি অতুল,
চল্ দুলদুল।
সামনে পড়ে,
অসীম পথে,
অগ্নিরথে,
পবন বেগে,
ছুটতে হবে,
জয়ের পরে,
বুল্ বুলবুল।
আরিফ শামছ্
২৪/০৭/২০১৯ ঈসায়ী সাল।
https://fictionfactory.org/contributor/2165
https://www.facebook.com/groups/4020204574679136/permalink/7221569597875935/
https://kobitapara.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%ac%e0%a7%80-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be/
বিপ্লবী (২২)
ভাবছো কিছু?
কীযে হলো?
নারী, শিশু!
নাইরে কেনো?
শান্তি নিরাপদে।
ঘরে বাইরে,
পথে-ঘাটে,
হাট-বাজারে,
ছুটছে কাজে।
নরক কীটে
ভাবছে বাজে,
সকাল সাঁঝে,
ভদ্র সেজে,
মান লুটে যে!
যান বাহনে,
চলাচলে,
পথের মাঝে,
একলা পেলে,
হচ্ছে কী সব?
সবাই নীরব!
বিপ্লবী!
কোথায় তব,
গাইতি শাবল,
ডান্ডাবেরী,
করতে বিকল,
হরমুজ দরমুজ,
চল্ সহ চল্,
ভাঙ্গবো কোমর,
শির দাঁড়া সব,
গুঁড়িয়ে দেবো,
আবাস যতো,
মুছে ফেলো,
যতি, চিহ্ন ।
নতুন করে,
তুলবে গড়ে,
নতুন সমাজ,
পুতঃ দেশ।
পঙ্কিলতা,
পাপের বোঝা,
পাপী-তাপী,
করবে শেষ।
আবার বয়ে,
যায়বে চলে,
পূণ্য নেকে,
পূর্ণ করে,
সকাল বিকাল,
দিবা নিশি,
সদলবলে
মিলে মিশি।
বিপ্লবী!
উড়াও ঝান্ডা,
সম- সমতার,
সব অধিকার,
বুঝে নেবার,
কর্মভার।
যে যা পাবে,
বুঝিয়ে দিবে,
পায়ে পায়ে,
দিবে নিবে,
রেখো মনে,
শান্তিভার।
বিপ্লবী।
তোমার থেকে
বুঝে নিবে,
শান্ত বিশ্ব;
শান্তি ধারা,
শান্ত ধরা,
সকল পাওয়া,
স্পষ্ট বুঝি,
চল্ যুঝি।
১৮/০৭/২০১৯ ঈসায়ী সাল।
বুধবার, মে ২৯, ২০২৪
৮৭. আসলো পতন, খবরদার!
৮৬. আমার বাবা।
৮৫. বিজয়ের উল্লাসে
৮৪। বাবা!
৮৩। জীবন তরী
৮২। বাবা!
৮১। সত্য সন্ধানী
৮০। বাসন্তী
৭৯। রঙমহল
৭৮। চন্দ্রাবতী
সোমবার, এপ্রিল ১৫, ২০২৪
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
দৈনিক মহাবিশ্ব ||২৯-মার্চ-২০২৪|| Daily Mohabiswa||29-March-2024||
একনজরে বিশ্বের আলোচিত সব খবর | Jamuna I-Desk | 28 March 2024 | Jamuna TV
আন্তর্জাতিক সময় | সকাল ৯টা | ২৮ মার্চ ২০২৪ | Somoy TV International Bulletin 9am | Somoy TV
চলে এসেছে ইহুদিদের লাল গরু! আল আকসা ভেঙে গড়া হবে থার্ড টেম্পল? | Red Heifer | News | Desh TV
বিশ্বরাজনীতির ঘটনা প্রবাহ: পর্ব ৩ | World Politics | Part 3 | Rtv News
আরব নেতাদের ধুয়ে দিলেন | Rtv News
সোমবার, মার্চ ০৪, ২০২৪
রবিবার, মার্চ ০৩, ২০২৪
বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৯, ২০২৪
শনিবার, জানুয়ারী ২৭, ২০২৪
দৈনিক মহাবিশ্ব ||২৭-জানুয়ারী-২০২৪|| Daily Mohabiswa||27-January-2024||
রকেট -ছো/ড়া অব্যাহত, ২টি ড্রোন ভূ/পাতি-ত, ৮টি ড্রোন -জ-ব্দ, মেরকাভা ট্যাংক -ধ্বং/স | Ekattor TV
একনজরে বিশ্বের আলোচিত সব খবর | Jamuna i Desk | 27 January 2024 | Jamuna TV
আন্তর্জাতিক সময় | বিকাল ৪টা | ২৭ জানুয়ারি ২০২৪ | Somoy TV International Bulletin 4pm| Somoy TV
আবারো যুক্তরাষ্ট্রের কাছে অ'স্ত্র সহায়তা চেয়েছে ইসরাইল | Israel | USA | Rtv News
বৃহস্পতিবার, জানুয়ারী ২৫, ২০২৪
দৈনিক মহাবিশ্ব ||২৪-জানুয়ারী-২০২৪|| Daily Mohabiswa||-24-January-2024||
ইসরায়েলি সেনাদের ওপর হামলার ভিডিও প্রকাশ করলো হামাস | Hamas-Israel War | Jamuna TV
একনজরে বিশ্বের আলোচিত সব খবর | Jamuna i Desk | 24 January 2024 | Jamuna TV
কোনোভাবেই থামানো যাচ্ছে না হুথিদের, অ্যামেরিকা এবার দ্বারস্থ হলো চিনের | Houthi | USA | China
নেতানিয়াহুর বক্তব্য নিয়ে মার্কিন সিনেটে ঝড় | News | Ekattor TV
আন্তর্জাতিক সময় | বিকাল ৪টা | ২৪ জানুয়ারি ২০২৪ | Somoy TV International Bulletin 4pm| Somoy TV
রবিবার, জানুয়ারী ১৪, ২০২৪
দৈনিক মহাবিশ্ব ||১৪-জানুয়ারী-২০২৪|| Daily Mohabiswa||-14-January-2024||
এক নজরে বিশ্বের নানা প্রান্তের খবর । International News | Ekattor TV
তী/ব্রতায় বে/দিশা হায়ে/নারা | Ekattor TV
লোহিত সাগরে তোলপাড়, বৈশ্বিক নৌশক্তির নতুন সমীকরণ | News24
রমজান ২৯ নাকি ৩০, জানাল আমিরাতের দুই সংস্থা | UAE | Ramadan | Kalbela
একনজরে বিশ্বের আলোচিত সব খবর | Jamuna i-Desk | 14 January 2023
আন্তর্জাতিক সময় | বিকাল ৪টা | ১৪ জানুয়ারি ২০২৪ | Somoy TV International Bulletin 4pm | Somoy TV
পৃথিবীর সবচেয়ে দামি গরুর মাংস ওয়াগু | Most Expensive Beef | Ekattor TV
- অক্টোবর 2025 (31)
- সেপ্টেম্বর 2025 (12)
- আগস্ট 2025 (25)
- জুলাই 2025 (16)
- জুন 2025 (29)
- মে 2025 (14)
- এপ্রিল 2025 (10)
- অক্টোবর 2024 (8)
- জুলাই 2024 (1)
- জুন 2024 (8)
- মে 2024 (10)
- এপ্রিল 2024 (1)
- মার্চ 2024 (5)
- ফেব্রুয়ারী 2024 (1)
- জানুয়ারী 2024 (15)
- ডিসেম্বর 2023 (38)
- নভেম্বর 2023 (41)
- অক্টোবর 2023 (68)
- সেপ্টেম্বর 2023 (12)
- আগস্ট 2023 (4)
- জুলাই 2023 (13)
- জুন 2023 (11)
- মে 2023 (14)
- এপ্রিল 2023 (19)
- মার্চ 2023 (4)
- ফেব্রুয়ারী 2023 (22)
- জানুয়ারী 2023 (2)
- ডিসেম্বর 2022 (1)
- অক্টোবর 2022 (1)
- সেপ্টেম্বর 2022 (2)
- আগস্ট 2022 (3)
- জুলাই 2022 (1)
- জুন 2022 (1)
- মে 2022 (3)
- এপ্রিল 2022 (1)
- ফেব্রুয়ারী 2022 (1)
- অক্টোবর 2021 (1)
- সেপ্টেম্বর 2021 (5)
- জুলাই 2021 (1)
- জুন 2021 (4)
- মার্চ 2021 (1)
- সেপ্টেম্বর 2020 (4)
- জুলাই 2020 (1)
- জুন 2020 (10)
- মে 2020 (39)
- এপ্রিল 2020 (14)
- মার্চ 2020 (1)
- ডিসেম্বর 2019 (60)
- অক্টোবর 2019 (40)
- জানুয়ারী 2018 (1)
- নভেম্বর 2015 (7)
- সেপ্টেম্বর 2015 (1)
- নভেম্বর 2014 (7)
- ডিসেম্বর 2011 (2)
- মে 2011 (2)
- এপ্রিল 2011 (5)
-
সাহিত্যের জাগরণ "সাপ্তাহিক সেরা সাত" আসসালামু আলাইকুম। "সাহিত্য হোক নতুনত্বের বারিধারা- সাহিত্য হোক সৎ সভ্যতার কথা বলা।...
-
হামাস-ইসরায়েল সংঘাত, আরেকটি রক্তক্ষয়ী যুদ্ধের মুখোমুখি হচ্ছে বিশ্ব? | Israel-palestine Crisis ফিলিস্তিনি-ইসরাইল নতুন যুদ্ধ || প্রতিশোধ নেও...
-
ChatGpt: এআই (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) হল এমন একটি প্রযুক্তি, যা কম্পিউটার এবং মেশিনকে মানুষের মতো চিন্তা করতে, ...
ভালবাসি দিবা-নিশি _সূচীপত্র
আধুনিক প্রতিযোগিতার যুগে শিক্ষার্থীদের শিক্ষা ও ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা
শিরোনাম: আধুনিক প্রতিযোগিতার যুগে শিক্ষার্থীদের শিক্ষা ও ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা লেখক পরিচিতি: নাম: আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্)...

.jpeg)



