শুক্রবার, জুন ২৭, ২০২৫

মধুর যন্ত্রণা

মধুর যন্ত্রণা
— আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ)

ভুলতে পারি না, তাঁকে ভোলা যায় না,
কেন এমন করি, তাও বুঝি না!
স্মৃতির ঝাঁপি খুলে ধরি সবসময়—
এই কেমন মধুর যন্ত্রণা!!!

নামটি উচ্চারিত হলেই থেমে যায় নিঃশ্বাস,
চোখের সামনে ভেসে উঠে সাদা ওড়নায় ঢাকা মুখ।
হাতে কলম, ঠোঁটে নীরবতা,
তবু হৃদয়ে ছিল কাব্যের পূর্ণ বিকাশ।

চোখে তার ছায়া, কণ্ঠে মায়াবী ধ্বনি,
বলে যেত অজস্র না বলা কথা এক দৃষ্টিতে।
আমি শুনতাম, বুঝতাম, অনুভব করতাম—
কিন্তু বলিনি কিছু, ছিল এক প্রহেলিকা জগতে।

মোছাম্মত কবিতা বেগম—তুমি কি জানো?
তোমার অনুপস্থিতি আমার প্রতিটি উপস্থিতিতে বসবাস,
তুমি না থেকেও আছো প্রতিটি নিঃশ্বাসে,
তুমি চলে গিয়েও রয়ে গেছো গোপন ইতিহাসে।

দিন যায়, রাত আসে, যুগ পেরোয় ধীরে,
তবু ভুলতে পারি না সেই ঈদের সন্ধ্যা,
যেদিন বলেছিলে, “আমাকে ভুলে যেও”—
শুধু হেসেছিলাম… কাঁদি নাই তখন, এখন কাঁদাও প্রতিনিয়ত।

আজো তুমি আছো আমার নামাজের দোয়ায়,
আছো কাব্যগ্রন্থের প্রতিটি শব্দে,
আছো শহীদের শেষ চিঠির অক্ষরে—
আছো, কিন্তু নেই!

ভুলতে পারি না, জানি না ভুলবো কি না,
কেন এমন ভালোবাসা, বুঝতে পারি না।
তবু স্মৃতির ঝাঁপি খুলে ধরি বারবার—
এই ভালোবাসা, এই বেদনা…একান্তই আমার।
---

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Heartfelt Thanks for your valuable comments.

ভালবাসি দিবা-নিশি _সূচীপত্র

ফেইসবুক কমেন্ট ও জবাব

শিক্ষকরা যখন ছাত্রীদেরকে অনৈতিক ও কুপ্রস্তাব দেয় তখন শিক্ষকদের সম্মানের কথা কি শিক্ষকদের স্মরণে থাকে না? উত্তর: Monirul Islam Bhuiyan চাচা ...