মঙ্গলবার, জুন ০৩, ২০২৫

তাওবার রাত

📜 কবিতা ৬: 
📅 তারিখ: ৩১ মে ২০২৫
📍 স্থান: রিয়াদ, সৌদি আরব

(অধ্যায় ৩: কান্না ও ক্ষমা)

রাত গভীর, চারদিক নিস্তব্ধ,
তবু আমার ভিতরে চলেছে ঝড়।
চোখের জলে ভিজে যাচ্ছে বালিশ,
আর হৃদয় বলছে—
"হে প্রভু, তুমি ছাড়া আমার আর কেউ নেই।"

আজ আমি ফিরতে চাই,
সব পাপের গ্লানি নিয়ে,
সব ভাঙা অঙ্গীকার,
ভুলে যাওয়া ফরজ,
অমার্জিত বেপরোয়া দিন—
সব নিয়ে ফিরে এসেছি তোমারই দিকে।

এই তাওবার রাত,
তোমার কাছে আমার প্রথম কান্না নয়,
তবে হতে পারে
নতুন করে শুরু করার সত্যিকারের রাত।

আমি জানি না তুমি ক্ষমা করবে কিনা,
কিন্তু আমি জানি —
তুমি “আল-গফুর”,
আর আমি সেই অপরাধী
যে বারবার ভুলেও
তোমার দয়ার দিকেই ফিরে যায়।

তোমার রহমতের দরজা খোলা থাকুক আমার জন্য,
এই রাত, এই কান্না, এই ডাকা —
ফিরিয়ে দিও না,
হে আমার রব, এই তাওবার রাতেই
আমার জীবন ফিরে পাক।
---

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Heartfelt Thanks for your valuable comments.

ভালবাসি দিবা-নিশি _সূচীপত্র

আল্লাহ সৃষ্টিকুল সৃষ্টি করার কাজ কখন, কিভাবে শুরু করেন?

আল্লাহ সৃষ্টিকুল সৃষ্টি করার কাজ কখন, কিভাবে শুরু করেন? চ্যাটজিপিটি: খুবই গুরুত্বপূর্ণ ও গভীর প্রশ্ন করেছেন। ইসলামী আকীদা, কুরআন, হাদীস এবং ...