মঙ্গলবার, জুন ০৩, ২০২৫

কেয়ামতের দিন আমি কোথায়?


📜 কবিতা ১১: 

✍️ কবি: আরিফ শামছ্
📅 তারিখ: ৩১ মে ২০২৫
📍 স্থান: রিয়াদ, সৌদি আরব
(অধ্যায় ৬: কেয়ামত ও অনন্ত জীবন)

কেয়ামতের সেই দিন,
যখন আকাশ ফেটে যাবে,
পাহাড় হবে তুলোর মতো,
আর মানুষ দৌড়াবে নিজের ছায়া থেকেও দূরে—
সেদিন আমি কোথায় থাকব?

যখন কোনো মিথ্যা চলবে না,
অজুহাত থেমে যাবে,
জিহ্বা বন্ধ থাকবে,
কিন্তু হাত-পা বলবে আমার কাহিনি—
তোমার সামনে, হে রব।

আমার আমলনামা,
কি ভরে রেখেছি এতদিন?
ভুলে যাওয়া নামাজ,
চোখের গোপন পাপ,
রিয়ায় ভরা দান,
ভাঙা অঙ্গীকার—
সবই কি আসবে আমার সামনে?

আমি কাঁপে,
এই চিন্তায় নয় যে তুমি অবিচার করবে,
বরং এই ভয়ে—
আমি নিজের ওপরই কতটা অন্যায় করেছি!

তবু তোমার রহমতের আশায় বুক বেঁধে বলি—
হে আল্লাহ্‌,
যদি আমার আমল না বাঁচাতে পারে,
তবে তুমি আমাকে বাঁচাও।
---

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Heartfelt Thanks for your valuable comments.

ভালবাসি দিবা-নিশি _সূচীপত্র

আধুনিক প্রতিযোগিতার যুগে শিক্ষার্থীদের শিক্ষা ও ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা

শিরোনাম: আধুনিক প্রতিযোগিতার যুগে শিক্ষার্থীদের শিক্ষা ও ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা লেখক পরিচিতি: নাম: আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্)...