মঙ্গলবার, জুন ০৩, ২০২৫

আলোর উৎস

(আভূতপূর্ব একটি ঈমানি কবিতা)

সকালে ঘুম ভাঙে,
মোবাইল হাতে — স্ক্রিনে আলো,
নটিফিকেশনে ভেসে আসে দুনিয়া,
কিন্তু হৃদয়ে তখনো আঁধার জমে…
আল্লাহর নাম না নিলে শুরুই তো অসম্পূর্ণ!

চলছি ব্যস্ত ট্রাফিকে,
হর্নের চাপে চাপা পড়ে মন,
কালারফুল বিলবোর্ডে চোখ যায়,
তবু মনে পড়ে,
সবচেয়ে উজ্জ্বল রঙ তো
জান্নাতের — যে দেয় শুধুই আল্লাহ।

চা হাতে, একা বারান্দায়,
মেঘলা আকাশের দিকে তাকিয়ে বলি,
“হে আমার রব,
এমন শান্তি আর কোথায় পাব?”
তুমি না থাকলে, আমি কে?

ফেইসবুক পোস্টে দুঃখ ঢাকি,
ইনস্টাগ্রামে হাসি সাজাই,
কিন্তু রাতের নির্জনে —
তাকওয়ার কান্না আর তওবার অশ্রু
তুমি ছাড়া কে দেখেন, প্রভু?

ডিজিটাল শব্দে জীবন জমজমাট,
তবু নিঃশব্দে —
একটুখানি সেজদা,
পুরো পৃথিবীর চেয়ে বেশি শান্তি দেয়!

তুমি আছো বলেই বেঁচে আছি,
তুমি আছো বলেই ভালোবাসা এখনো পবিত্র,
তুমি আছো বলেই
ভবিষ্যতের প্রতি আশা রেখেছি—
কারণ তুমি আল-রহমান, আল-নূর, আল-ওয়াদূদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Heartfelt Thanks for your valuable comments.

ভালবাসি দিবা-নিশি _সূচীপত্র

আল্লাহ সৃষ্টিকুল সৃষ্টি করার কাজ কখন, কিভাবে শুরু করেন?

আল্লাহ সৃষ্টিকুল সৃষ্টি করার কাজ কখন, কিভাবে শুরু করেন? চ্যাটজিপিটি: খুবই গুরুত্বপূর্ণ ও গভীর প্রশ্ন করেছেন। ইসলামী আকীদা, কুরআন, হাদীস এবং ...