মঙ্গলবার, জুন ০৩, ২০২৫

হিসাবের আগে হিসাব

📜 কবিতা ৮:

✍️ কবি: আরিফ শামছ্
📅 তারিখ: ৩১ মে ২০২৫
📍 স্থান: রিয়াদ, সৌদি আরব
(অধ্যায় ৫: আল্লাহ্‌র আলোয় জীবনযাপন)

দিন কেটে যায়, রাত ঘুমিয়ে যায়,
জীবনের পৃষ্ঠা বদলায়—
কিন্তু আমি কি ভাবি
হিসাবের আগে হিসাব নেওয়ার কথা?

যে চোখে আমি আজ তাকালাম,
তা কি হক দেখেছে?
যে মুখে আমি কথা বলেছি,
তা কি সত্য বলেছে?
এই অন্তর, এই দেহ —
কে দিয়েছে, কাদের জন্য ব্যয় হলো?

আল্লাহ্‌, তুমি বলেছো—
"প্রত্যেক কর্মের হিসাব হবে"
তাহলে আমি কেন গাফিল?
কেন ভাবি না,
আজ যা করলাম
তা কালকে দাঁড়াবে আমার বিরুদ্ধে?

হিসাবের দিন আসবে,
তোমার কিতাবে লেখা থাকবে
আমার প্রতিটি লুকানো কাজ।
তবু কেন আমি ভাবি না
এই মুহূর্তে— নিজেকে নিজেই জিজ্ঞেস করি না?

তুমি দয়া করো হে রব,
আমাকে শেখাও
হিসাবের আগে হিসাব নিতে,
নিজেকে বদলাতে,
এই দুনিয়ার মাঝেই
তোমার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিতে।
---

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Heartfelt Thanks for your valuable comments.

ভালবাসি দিবা-নিশি _সূচীপত্র

ফেইসবুক কমেন্ট ও জবাব

শিক্ষকরা যখন ছাত্রীদেরকে অনৈতিক ও কুপ্রস্তাব দেয় তখন শিক্ষকদের সম্মানের কথা কি শিক্ষকদের স্মরণে থাকে না? উত্তর: Monirul Islam Bhuiyan চাচা ...