মঙ্গলবার, জুন ০৩, ২০২৫

হিসাবের আগে হিসাব

📜 কবিতা ৮:

✍️ কবি: আরিফ শামছ্
📅 তারিখ: ৩১ মে ২০২৫
📍 স্থান: রিয়াদ, সৌদি আরব
(অধ্যায় ৫: আল্লাহ্‌র আলোয় জীবনযাপন)

দিন কেটে যায়, রাত ঘুমিয়ে যায়,
জীবনের পৃষ্ঠা বদলায়—
কিন্তু আমি কি ভাবি
হিসাবের আগে হিসাব নেওয়ার কথা?

যে চোখে আমি আজ তাকালাম,
তা কি হক দেখেছে?
যে মুখে আমি কথা বলেছি,
তা কি সত্য বলেছে?
এই অন্তর, এই দেহ —
কে দিয়েছে, কাদের জন্য ব্যয় হলো?

আল্লাহ্‌, তুমি বলেছো—
"প্রত্যেক কর্মের হিসাব হবে"
তাহলে আমি কেন গাফিল?
কেন ভাবি না,
আজ যা করলাম
তা কালকে দাঁড়াবে আমার বিরুদ্ধে?

হিসাবের দিন আসবে,
তোমার কিতাবে লেখা থাকবে
আমার প্রতিটি লুকানো কাজ।
তবু কেন আমি ভাবি না
এই মুহূর্তে— নিজেকে নিজেই জিজ্ঞেস করি না?

তুমি দয়া করো হে রব,
আমাকে শেখাও
হিসাবের আগে হিসাব নিতে,
নিজেকে বদলাতে,
এই দুনিয়ার মাঝেই
তোমার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিতে।
---

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Heartfelt Thanks for your valuable comments.

ভালবাসি দিবা-নিশি _সূচীপত্র

তুমি আসবে বলে -কবিতার কাব্যিক,ছান্দসিক, মাত্রা, সাহিত্যিক, রসাস্বাদন ও আলোচনা, সমালোচনা, পর্যালোচনা, প্রেক্ষাপট,মানব জীবনে তাৎপর্য ও গুরুত্বের বিশ্লেষণ ও ব্যাখ্যা দাও।

তুমি আসবে বলে ----- আরিফুল ইসলাম ভূঁইয়া। আমার আকাশে নেই মেঘের আনাগোনা, নেই বিদ্যুৎ চমকানোর ঘনঘটা, সুস্পষ্ট নীল আসমান নির্বাক...