সোমবার, অক্টোবর ৩০, ২০২৩

৩১। সান্ত্বনা



[মেঘনার কন্যা খ্যাত তিতাস বিধৌত, শিল্প-কলা, সাহিত্য-সংস্কৃতির সূতিকাগার, প্রখ্যাত ব্রাহ্মণবাড়ীয়ার সবুজ-শ্যামল ভূমি শহীদী রক্তে সিক্ত - রঞ্জিত; ২০০১ সালে ফতোয়া রক্ষার আন্দোলনে ০৬ জন বীর মুজাহিদ শাহাদাৎবরণকারী ভাইদের স্মরণে। সুমহান আল্লাহ তাআ'লা এর বিনিময়ে সত্য-ন্যায়ের তথা ইনসাফের রাজত্ব ক্বায়েম করুক]

আম্মা! তুমি কেঁদোনা আর,
চোখদুটি ভরে তুলোনা লোনাজলে;
পাঁপড়ি চোখের সিক্ত করোনা অশ্রুতে;
মনের পৃথিবীকে ধূ ধূ মরুভূমি করোনা।
আমি ছিলামনা কিছু দিন আগে,
তোমার পাশে নয়নতারা হয়ে?
কাটায়েছি শৈশব কৈশোর তোমার কোলেতে।
মাগো! আমি মরিনি জানো!
সৌভাগ্য আর নিঃসীম সুখ-ভোগ,
সুদর্শণা ললনারা দিয়েছে হাতছানি,
যাদেরকে জানি রুপসী- অপ্সরী।
যাদের ভালবাসা প্রতিটি মুহুর্তে,
ঘিরে রেখেছে আমায়,
বাঁচিয়ে রেখেছে।
সে'ভালবাসার সম্পূর্ণ ভিন্ন স্বাদের প্রলোভনে,
স্থির থাকতে পারিনি;
আর তাই পড়লাম লুটিয়ে।
আল্লাহর সেনা হয়ে,
তপ্ত লৌহ বুকে রেখে,
কে মানিতে চায় বলো মা!
ধৃষ্টতা খোদার সাথে?
মহান প্রভূর সেই ঝর্ণাধারায়,
সবার আগেই চলে এলাম।
তুমি কাঁদো কেন বারবার?
দেখোনা চলে কত খেয়া পারাপার!
অধীর আগ্রহে মুক্তির দাবী নিয়ে,
বসে আছি মা, এসো ওপারে।।
আল্লাহকে ভূলোনা,
পথ তাঁর ছেড়ে দিওনা,
এ পথেই মুক্তির দিশা,
মিলে যাবে একদিন।
বাবাকে ভূলে যায়নি,
বলো আমরা সবাই আছি,
একইসাথে চলি সদলবলে,
প্রভুর রাজ্যে, তাঁ'রই সান্নিধ্যে।
যে যা'ই বলে যাকনা কিছু,
শুনোনা বিভ্রান্তের তরে শুধু,
সব অপচেষ্টার উপস্থাপন,
করে যায় নর পিশাচের দল।
ঢেলেছি তপ্ত খুন, রাখো মা'রে জেনে,
কোরআন হাদীসেরে ভালবাসি বলে।
পেয়ে গেছি আজ সব নিঃসন্দেহে,
বিজয়ী কেতন ইসলামের,
দেখো, উড়বে দেশে দেশে।।

-- আরিফুল ইসলাম ভূঁইয়া
০৬.০২.২০০১
তোফায়েল আজম রোড,
শহীদবাড়ীয়া (ব্রাহ্মণবাড়ীয়া)
All reactions:
Adel Farhan and Kamal Hossain

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Heartfelt Thanks for your valuable comments.

ভালবাসি দিবা-নিশি _সূচীপত্র

তুমি আসবে বলে -কবিতার কাব্যিক,ছান্দসিক, মাত্রা, সাহিত্যিক, রসাস্বাদন ও আলোচনা, সমালোচনা, পর্যালোচনা, প্রেক্ষাপট,মানব জীবনে তাৎপর্য ও গুরুত্বের বিশ্লেষণ ও ব্যাখ্যা দাও।

তুমি আসবে বলে ----- আরিফুল ইসলাম ভূঁইয়া। আমার আকাশে নেই মেঘের আনাগোনা, নেই বিদ্যুৎ চমকানোর ঘনঘটা, সুস্পষ্ট নীল আসমান নির্বাক হয়ে, দিবা-...