সোমবার, অক্টোবর ৩০, ২০২৩

৩২। হৃদয় কন্দরে


কবিতা তোমার আশ্রয়স্থল হয়তো হারিয়ে যাবে!
মিশিয়ে দেবে দুঃখের উদ্ভট গন্ধ মেশানো মদে।
হারানোর বেদনা সে যে তিক্ত পেয়ধারার মতো,
আশা করা হয়না কভু যা'দিয়ে যাবে যতো।
মসৃণ হৃদয়ভূমে জাগাবে ধূ ধূ মরুময় বালুকারাশি,
জাগবে হৃদয় নদীতে বেদনার বালুচর রাশি রাশি।
যে নদী বয়ে চলে, প্রিয় জনের ভালবাসার সন্ধানে;
সে যে কী মরুতৃষা নিয়ে চলে, জানেতো কেবল সে।
জানবে সেদিন ভাল করে,ভালবাসা হৃদয়পটে,
সুন্দর সেতো অনন্যা,বলছি মধুর লগন মাঝে।
ভাল করে নিও দেখে, কবিতার সব অঙ্গ জুড়ে,
বিষাদমাখা অশ্রুসজল, কান্নাতে যার বুক ভাসে।
সন্দেহের বোমারু বিমান, মনাকাশে যায় উড়ে যায়,
মরণবীণায় প্রাণ কে দেবে , নির্লিপ্ত সব আঁখি তাই।
ভাগ্য কারো তৈরি করা, কারো আবার গড়তে হয়,
জীবন মাঝে যুদ্ধ করে, প্রাণকে আপন করতে হয়।
প্রতিভার স্বাক্ষর নাকি, বিরহের মহাঔষধ!
জীবনের প্রাণসঞ্চালনে, মৃত দেহে সঞ্জীবন।
অসভ্য প্রবৃত্তিকে খুঁজে বের করে, বধ্যভূমিতে কর বধ,
দাও প্রেরণা, মহান সে প্রভুর আভাসে,
তুমি দিনভর।
স্বপ্ন দেখাও, পথের দেখা, জীবন পথের কত মেলা!
লাভের দেখা মিলবে কবে, সেই হিসেবে জ্ঞান হারা।
কবিতার সৃষ্টি তব, প্রেম নিবেদন, নিজের তরে!
সৃষ্টির উল্লাসে আজ সব কাঁপে তাই হৃদয় কন্দরে।

-- আরিফ ইবনে শামছ্
২৮.০৮.২০০১
ফখরে বাঙ্গাল নিবাস,
ভাদুঘর, ব্রাহ্মণবাড়ীয়া।
All reactions:
Adel Farhan

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Heartfelt Thanks for your valuable comments.

ভালবাসি দিবা-নিশি _সূচীপত্র

তুমি আসবে বলে -কবিতার কাব্যিক,ছান্দসিক, মাত্রা, সাহিত্যিক, রসাস্বাদন ও আলোচনা, সমালোচনা, পর্যালোচনা, প্রেক্ষাপট,মানব জীবনে তাৎপর্য ও গুরুত্বের বিশ্লেষণ ও ব্যাখ্যা দাও।

তুমি আসবে বলে ----- আরিফুল ইসলাম ভূঁইয়া। আমার আকাশে নেই মেঘের আনাগোনা, নেই বিদ্যুৎ চমকানোর ঘনঘটা, সুস্পষ্ট নীল আসমান নির্বাক হয়ে, দিবা-...