সোমবার, অক্টোবর ৩০, ২০২৩

৪০। ভালবাসার সাগরে



মসজিদে যায় নিয়মিত, কোরান পড়ি অবিরত,
হজ্ব করি আর রোজা রাখি, বিধান মানি সময় মত;
তার পরে ও জান্নাত পাওয়া নইরে সহজ ভাবি যত!
লোকদেখানো ইবাদতে, খোদার রাজী মিলবে কত?
কী করিলে, কীভাবে যে, আল্লাহ আমার হবে,
রাসূল পাকের (সাঃ) দোয়া পাব, সারা জীবন জুড়ে।
প্রাণের চেয়ে বাসতে ভাল, মনে প্রাণে চাহি,
ভালবাসা খাঁটি হবে, কেমন করে জানি?
ভালবাসার সজীবতা চায়গো সদা প্রভু,
প্রিয়তম বান্দা করে, নিও কাছে বিভু,
বিপদ-আপদ, বালা- মুসিবত, যখন যাহা আসে,
সুখে দুঃখে সব সময়ে, শক্তি দিও প্রাণে।
যায়না যেন সরে কভু, অভিমান করে,
জীবন যাপন হয় যেন সে', সহজ সরল পথে।
তোমায় রাজী রাখতে সবি করতে পারি যেন,
মনে- প্রাণে শক্তি সাহস, দিও অবিরত।
জাহান্নামের আগুন মাঝে হাসতে পারি যেনো,
জানবো যখন সদা তুমি, আমার হবে শুধু,
আমার আমি নয়তো আমি, সৃষ্টি প্রিয় তব,
ভালবাসার সাগর মাঝে বিলীন হয়ে যাব।



---------------- আরিফ ইবনে শামছ্
২০.০৮.২০১৭ ঈসায়ী সাল।
All reactions:
You, Ariful Islam Bhuiyan, মিসেস মাইমুনা আক্তার and ৯ others

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Heartfelt Thanks for your valuable comments.

ভালবাসি দিবা-নিশি _সূচীপত্র

আল্লাহ সৃষ্টিকুল সৃষ্টি করার কাজ কখন, কিভাবে শুরু করেন?

আল্লাহ সৃষ্টিকুল সৃষ্টি করার কাজ কখন, কিভাবে শুরু করেন? চ্যাটজিপিটি: খুবই গুরুত্বপূর্ণ ও গভীর প্রশ্ন করেছেন। ইসলামী আকীদা, কুরআন, হাদীস এবং ...