শনিবার, মে ০৬, ২০২৩

হও সেরাদের সেরা

হও সেরাদের সেরা 
আরিফ শামছ্

তোমার গুণের সকল কথা,
ভাবি সদা আমি, 
ভুলগুলো সব ভুলে গেলে, 
তুমি অনেক দামী। 

ভালো কাজে, সকাল সাঝে,
থেকো সদা ভাই,
ভুলের কালি, সবার মাঝে, 
সবাই দেখতে পায়।

ভুল গুলোরে ধুঁয়ে মুছে,
হও সেরাদের সেরা,
গুণের কদর করবে গুণী,
সফল হবে ফেরা।

নিন্দুকেরা নিন্দা করে,
খুঁজে ফিরে ত্রুটি,
গুণীজনের গুণের কদর,
দেখবে শত কোটি ।

হাজার কাজে, দিবস রাতে,
ভুল হবে তো ভুলে,
তাই বলে কী থেমে রবে!
এঁদো ডুবার জলে।

স্বচ্ছ জলের ঝর্ণা ধারা,
গতি নিয়ে ছুটে,
ছন্দে চলে নিজের পথে,
সকল বাধা টুঁটে।

২০/০৬/২০২০ ঈসায়ী সাল
মীরবাগ, হাতিরঝিল, 
ঢাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Heartfelt Thanks for your valuable comments.

ভালবাসি দিবা-নিশি _সূচীপত্র

আধুনিক প্রতিযোগিতার যুগে শিক্ষার্থীদের শিক্ষা ও ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা

শিরোনাম: আধুনিক প্রতিযোগিতার যুগে শিক্ষার্থীদের শিক্ষা ও ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা লেখক পরিচিতি: নাম: আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্)...