সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ (সাঃ)
------- আরিফ ইবনে শামছ্
প্রতিটি হৃদয়ের চারিপাশ যবে ঘোর তমসায় ঘেরা,
তোমার প্রেম ভালবাসা, মুগ্ধকর আন্তরীকতা;
সৃজিল আলোর ফোঁয়ারা প্রতিটি হৃদয় জুড়ে,
আঁধারের সব আঁধার উপনীত হলো, নতজানু হয়ে।
সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ! তৃষিত হৃদয়ের আবে জমজম,
দিকভ্রান্ত মানবজাতি খোঁজে পেল দিক দর্শন।
একবিংশ শতাব্দীর এক উম্মতের মরুতৃষা আজ,
তোমাকে হৃদয় ভরে দেখে নিতে দুর্নিবার অভিলাষ।
সহস্র ষড়যন্ত্রের মাঝেও সহাস্য বদনে নেয় প্রস্তুতি,
সুপারিশ তোমার দিশারী হবে, এমনি কালের আকুতি।
বলহীন, কমজোর ঈমানে নয় গড়া মুসলিম জাতি,
অকাতরে সঁপে দিবে প্রান, আসুক বাঁধারা বিপ্লবী।
স্বর্ণ যুগের সাহস নিয়ে লড়তে চাহি রণাঙ্গণে,
দ্বীনের ধ্বজা রাখতে উঁচু, লড়বো সবে প্রাণপনে।
সফলতা ধরা দিবে, প্রভূ যদি রহম করে,
সব কিছু যে চাই করিতে, মহান সে' বিভুর তরে।
চায় হতে যে বিলীন তব ভালবাসার অকূল জলে,
চোখ দুটো যে পাবে জ্যোতি ভালবাসা তব পেলে,
ফুলে ফলে পূর্ণরূপে, পেয়ে যাবে বসন- বিলাস,
কভু যদি পেয়ে যেতাম, স্বপ্ন মাঝে তব দীদার।
২১/০৯/২০০১ ঈসায়ী সাল
ফখরে বাঙ্গাল নিবাস,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Heartfelt Thanks for your valuable comments.