মুক্ত চিন্তা আজ মানদন্ডহীন!
--------- আরিফ ইবনে শামছ্
২৬/১০/২০১৭ ঈসায়ী সাল।
আপনাকেই নির্বাচন করতে হবে আপনার জীবন ব্যবস্থা যাহা চিরশ্বাশ্বত,কল্যাণকর এবং চিরশান্তিময়।গভীর জ্ঞান অর্জন ও বাস্তব জীবনের দক্ষতা অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গীর আলোকে বেছে নিন।ইসলাম ধর্মের আবির্ভাব জ্বীন, মানব, সকল সৃষ্টির চূড়ান্ত লক্ষ্য, শান্তি, নিরাপত্তা ও সফলতার নিশ্চয়তা নিয়ে।
ওদের অত্যাচার,অশ্লীল, নীচ ও জঘন্য চিন্তা চেতনার সয়লাবে দিন দিন মানুষ অতিষ্ঠ হচ্ছে।আমাদের মতো সহজ, সরলমনা যাদের দ্বীন ইসলামের জ্ঞান সুষম মানদন্ড পর্যন্ত নেই।মুক্ত চিন্তার চর্চা, নারীবাদী, ধর্ম নিরপেক্ষতা, স্বাধীন শক্তির স্বপক্ষের, বিপক্ষের শক্তি বলে জাতিকে আর কতো জাতীয় ধোঁকা দেওয়া ও বোকা বানানো হলে তাদের লক্ষ্য পূরণ হবে? ইসলাম যুগে যুগে, জগৎবিখ্যাত মহাপন্ডিতগণ,জ্ঞানী দ্বারা পরিক্ষীত ও স্বীকৃত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা।যিনি মহাজগতের একমাত্র স্রষ্টা, নিয়ন্ত্রক, লালন-পালনকারী উনার নির্বাচিত ধর্ম ইসলাম।অর্বাচীন, বিপথগামী, অপব্যাখ্যাকারী, বিশ্ব দরবারে ভ্রান্ত উপস্থাপনার কারণে সত্য, সুন্দর ও বাস্তব-স্বাভাবিক ধর্ম তো আর মিথ্যা হতে পারেনা। যে ধর্ম বর্বর যুগ থেকে বিশ্ব জাহানকে শান্তির সোনালী যুগ উপহার দিয়েছে শতাব্দীকাল।ধর্ম, বর্ণ, গোত্র, নির্বিশেষে সবাই শান্তি ও নিরাপত্তার সাথে বসবাস করেছে। সুশিক্ষায় শিক্ষিত, অহমিকামুক্ত, সত্য-সন্ধানী ব্যক্তি, জাতি, সম্প্রদায় সবাই নিঃসংকোচে ইসলাম ধর্মের সুশীতল ছায়াতলে আত্নসমর্পন করেছে, ইতিহাস স্বাক্ষী।জ্বলন্ত, জীবন্ত, চির শ্বাশ্বত এ জীবন ব্যবস্থা এমনি এমনি আমাদের কাছে পৌঁছেনি। লাখ লাখ নবী, রাসূল (সাঃ), সাহাবায়ে কেরাম, তাবেয়ীন, তাবে- তাবেয়ীন, গাজী, শহীদের রক্ত ও জীবন দিয়ে মানবজাতির পরবর্তী প্রজন্ম তথা আমাদের ও উত্তরসূরীদের জন্য সুপ্রতিষ্ঠিত করে গেছেন।
উত্তরসূরী হিসেবে ইসলাম ধর্মের মত বা তার চেয়ে বেশী ভাল জীবন-ব্যবস্থা, কোন ব্যক্তি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী, মতবাদ তা করতে আদৌ সক্ষম হয়েছে কি? দিয়েছে আপনি, আমার পূর্ব পুরুষ লেজওয়ালাবানর।আমাদের ও বিবর্তিত বানর থেকে মানুষ বানাতে চায়। কিন্তু এ শিক্ষার অসারতার ফলে শুধু বানর নয় বন্য হিংস্র জন্তু জানোয়ারেরা আমাদের চিন্তা চেতনা, কর্মকান্ড দেখে লজ্জা পেয়ে নিজেদের অনিরাপদ ভেবে মানব বসতির পথ মাড়ায়না।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Heartfelt Thanks for your valuable comments.