বুধবার, ডিসেম্বর ০৪, ২০১৯

কবিতা তোমার

৬১। 

আবার আসিবে ফিরে, আসিতেই হবে, বারে বারে,
কবিতা তোমার, দোলাবে মন, শিহরণ জাগাবে,
তাই সবে পথ চেয়ে চেয়ে রবে,
কবিতা তোমার কবে কার হবে?
দুঃখ করোনা কবি হে!
জীবন জাগার গান কবে কার ভাঙ্গিয়াছে কোন্ সে নিদ,
কবির লেখায় ভাঙবে শিকল,
চক্র বিকল,ছুটবে জেগে দিক-বিদিক।
চালাও কলম, জাগাও মানুষ,
সেনারা আজ ঘুমে,
তোমার আহ্বাণে, ঘুম ভাঙ্গিয়া,
সফলতা পদ চুমে।
একটি কথা, শব্দ কোন, জায়গা করে, জীবন কোষে,
পথ হারানো পথিক যদি, পায়রে খুঁজে পথের দিশে।
তপ্ত মরু জ্বালা বুকে, শান্তি বারি কভু আশে,
সান্ত্বনা আর তৃপ্ত সুধা, দৃপ্ত পথে, চলতে শিখে।
মাশুক যদি পায় ফিরে ফের ইশক-পিয়ারা শরাব যতো,
আশুক মাশুক মিলবে সবে, প্রেমের শরাব পিয়ে শতো।
আঁধার প্রেমে অন্ধ হয়ে ছুটবে আলোর পিছু পিছু,
রাত্রি ছুটে দিনের পিছু, আনবে বয়ে ভোরের আলো।
একটু খানি সময় নিয়ে পড়লে কবির লেখা,
জানিনাতো কবে, কোথায়, হবে চোখে দেখা!
সময়টুকু উপহারে, রাখলে তব জীবন হতে,
সব বেলাতে সুখের খবর, আসুক জীবন জুড়ে ।

আরিফ ইবনে শামছ্
২৪.০৯.২০১৭ ঈসায়ী সাল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Heartfelt Thanks for your valuable comments.

ভালবাসি দিবা-নিশি _সূচীপত্র

তুমি আসবে বলে -কবিতার কাব্যিক,ছান্দসিক, মাত্রা, সাহিত্যিক, রসাস্বাদন ও আলোচনা, সমালোচনা, পর্যালোচনা, প্রেক্ষাপট,মানব জীবনে তাৎপর্য ও গুরুত্বের বিশ্লেষণ ও ব্যাখ্যা দাও।

তুমি আসবে বলে ----- আরিফুল ইসলাম ভূঁইয়া। আমার আকাশে নেই মেঘের আনাগোনা, নেই বিদ্যুৎ চমকানোর ঘনঘটা, সুস্পষ্ট নীল আসমান নির্বাক হয়ে, দিবা-...