সোমবার, নভেম্বর ৩০, ২০১৫

আমার বাবা




বাবা, কে বলে তুমি নেই!
    এ ধরাধামে, চলে গেছ নাকি;
    নিত্য দিনের নিয়ম মেনে,
সবার মতো স্বজন ছেড়ে,
ভিনদেশেতে অনেক দূরে!
নাই কি তোমার রক্তধারার?
এমন নয়ন, খুঁজে নেবার,
সত্যটাকে মিথ্যাজালের বেড়া থেকে,
আলোর রেণু মুঠোয় নেয়া দক্ষ হাতে।

আছ তুমি চিরন্তণী,
    কথা কাজের বণ^নাতে,
    সমাজ সেবার আয়নাতে,
    সব হৃদয়ের মণিকোঠায়,
    উৎসারিত ভাবের ধারায়।
তোমার ফসল যেথা যাবে,
প্রভূর হাতে সদা রবে,
যেমনি হতে চেয়েছিলে,
সব বাসনায় পূণ^ হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Heartfelt Thanks for your valuable comments.

ভালবাসি দিবা-নিশি _সূচীপত্র

ভালোবাসার শ্বেতপত্র

⭐ ১. ভূমিকাবার্তা (Prefatory Note) “ভালোবাসার শ্বেতপত্র” কবিতাটি ভালোবাসার এক নির্মল, নিরাভরণ ও নিষ্পাপ আত্মসমর্পণের দলিল। এখানে প্রেম কোন...