মঙ্গলবার, ডিসেম্বর ২৬, ২০২৩

৭০। কবিতা চোর



কবিতা চোরে, নিল কেঁড়ে,
সব কবিতার প্রাণটা,
কপি করে, বাহবা নিতে,
বাদ দিয়ে মোর নামটা!
কেমন হায়া, লজ্জা ছাড়া,
সাধুবেশে চুরি,
সব কবি আর কাব্য প্রেমী,
চল চোর ধরি।
চুরি করা ভুলিয়ে দিয়ে,
শাস্তি কঠিন দিব,
প্রয়োজনে ব্লক করিব,
রিপোর্ট লিখে দিব।
সাজতে কবি, নামীদামী,
দিন দুপুরে,কবিতা চুরি,
ভেঙ্গে দিব হাঁটে হাঁড়ি,
সকল জনে ডাকি।
নামগুলি সব এঁটে দিব,
খোলা তালিকায়,
এক নজরে, দেখে নিয়ে,
বুঝে নেবে সবাই।


---------- আরিফুল ইসলাম ভূঁইয়া
২৩/১০/২০১৭ ঈসায়ী সাল।
মধুবাগ, বড়মগবাজার,
রমনা, ঢাকা।



৬৯। শ্বাশ্বত আহ্বান



বেলা বেলা করে কত বেলা যায়,
ডাকিনি প্রভু কখনো তোমায়!
তাই বলে তো বন্ধ রাখনি,
সকল বাঁচার উপায়।
ফজর পড়িনি গভীর ঘুমে,
আরামে অলসে শোয়ে,
সূর্য জাগিল পূর্ব গগনে,
তোমার বন্দনা গেয়ে।
যোহরের আজান সুমধুর সুরে,
আকাশে বাতাসে ভাসে,
কর্নকুহরে ধ্বনি প্রতিধ্বনি সাজে,
হৃদয়ে ভীষণ বাজে।
যৌবন বেলা পার করে রবি
পশ্চিমে যায় হেলে,
আসরের আজান পড়লো ছড়িয়ে,
জামাতে শামিল হতে।
জ্বলিতে জ্বলিতে অস্তাচলে,
রবি বলে জনে জনে।
সময়ের কাজ সময়ে করো,
বেলা ফুড়ানোর আগে।
দিনের আলোর পর্দা সরায়ে,
নীরবে সন্ধ্যা নামে।
মাগরিবের আজান মিনার হতে,
চির শ্বাশ্বত আহ্বানে।
পশু, পাখি, প্রাণী, ফিরছে নীড়ে,
মানুষেরা সব আবাসভূমে,
রক্তিমাভ ঢেউ খেলে যায়,
পশ্চিম আকাশ পরে।
স্তব্ধ নিঝুম ভেঙ্গে আসে
এশার আজান শুনি,
মনের মাঝে কত ঝড় চলে,
নামাজ পড়িতে না পারি!
তোমার স্তুতি করিতে আমার
নেই ক্ষমতা কোন,
দয়া করে যদি পথ দেখাতে,
হিম্মত পেতাম শত।
তোমার ক্ষমা যাচে সদা,
মোর তনু আর প্রাণ,
তোমার রাজী, রহম, করম,
আমার অহংকার।

-----------আরিফ ইবনে শামছ্
২২.১০.২০১৭ ঈসায়ী সাল।
ভোর ০৪:৩০ মিনিট,
মধুবাগ, বড় মগবাজার, ঢাকা।

৬৮। ছন্দ নাবিক



ছন্দে ছন্দে চলে আনন্দে,
নাচেরে তনুমন, কীযে হরষে,
কথাকলি সব, ফুল হয়ে ফোটে,
মাতিবে সবাই, মিষ্টি সুবাসে।
কথা বিশেষ, কবিরা কত ভেবে বলে,
কখনো কলম লিখে, ছন্দে ছন্দে,
কত কথা, কত সুখ-বেদনা ঝরে,
কাগজের মসৃণ পরতে পরতে।
কখনো উৎসাহ, স্বপ্নের নীলিমা,
দিক দিগন্তে জয়ের উন্মাদনা।
হতাশা সব ছোঁড়ে, ফেলে দিয়ে,
স্বপ্ন তরীতে, হাল ধরে যায় বন্দরে।
জলে ভরা নদী, ছল ছল ছলাৎ ছলাৎ,
ডাকে পাখি, কোথাও প্রাণীর উৎপাত।
পাল তুলো হে নাবিক! খুলিবে স্বর্গ দ্বার,
লক্ষ্য বন্দর যত দূরে হোক, নোঙ্গর করিবার।
মাস্তুল যাক ভেঙ্গে যাক, পাল ছিঁড়ে যাক ঝড়ে,
শক্ত হাতে হাল ধরো আর সম্মুখে চলো জোড়ে।
ঝড়ের সাথে পাল্লা দিয়ে, হার-জিতে জিত তোমারই হবে,
ঘন কালো সে দীর্ঘ নিশির ভয়াল রুপের তুঁড়ি মেরে।
হারিয়ে যাওয়া চাঁদ গগনে, নিকচ কালো আঁধার রাতে,
সব তমসার নিরাশ বাণী, হতাশ হবে তোমার জয়ে।
শত ঝঞ্ঝার পাঞ্জা খেলে মৃত্যুু দোয়ারে কড়া নেড়ে,
তোমার তরী ভীড়বে তীরে, লক্ষ আশার নীড়ে।
চোখ ছল ছল, হত বিহ্বল প্রণয়ীর কাঁপা কাঁপি,
দূর সুদূরের ঊর্মিমালার কূলে কূলে ঝাপা ঝাপি।
চলে হরদম, তরনীর গায়ে, সলাজে আছড়ে পড়া,
কতদূর হতে সজোড়ে এসে, অভিমানে গলাগলি করা।


-------- আরিফ ইবনে শামছ্
১৭/১০/২০১৭ ঈসায়ী সাল।




৬৭। সমাজ সাজায়



কাঁধের উপরে এক হাত,আর অন্য হাতে সতীত্ব লুটে,
প্রশ্রয় পেয়ে সবার সাথে, চলে ছলে কলে কৌশলে,
লুটেরা আজ বড় বেসামাল, কেউ নাই কিছু বলিতে!
রাস্তার পরে, পথের ধারে, কী না করে দিবস-রাতে!
লজ্জা মরে নিয়ত দেখো, নির্লজ্জের ঘেরাজালে,
কী বুঝে চলে, আর কী ভেবে করে, জীবনের বেলাভূমে!
পথের সূচনা, সমাপ্তি কোথা, ভেবেছে কবে কেমন করে?
বেহায়ার মতো চলে ফিরে তারা, নিষিদ্ধ সব মতের পরে।
কে আছো ভাই, প্রিয়জন আর, সমাজের সব প্রাণ,
চলো বোন আজ সমাজ সাজায়, লজ্জাই অলংকার।
সমূলে বিদায় করিতে নামি, চলো সবে একসাথে,
চলিতে ফিরিতে, ভদ্র সমেত, পথে-প্রান্তরে সবে।
শোনে রাখো, সাবধান বাণী!
পাপাচার ছেড়ে পূণ্য পথে, জীবন চালাও আজি,
পাপের দিশারী না হয়ে কভু, পূণ্য পূর্ণে ধরো বাজি,
ধন্য করো হে নিজের জীবন, প্রদীপ জ্বালাও অন্তরে,
আঁধারে কখন, নামিবে গজব, কবে যে, কোন্ প্রান্তরে।
এক হাতে লও গজার লাঠি, তেঁতো ভাষা লও মুখে,
যাকেই পাবে, এমন দশায়, সাইজ করো মুখে-হাতে।
আর কোন দিন, হাতে হাত, গলাগলি করিয়া জড়াজড়ি!
রাস্তার পরে, কান ধরে যাবি, ভীষণ চোটে, সব বোল ভূলি।


-------- আরিফ ইবনে শামছ্
১২/১০/২০১৭ ঈসায়ী সাল।
হাতিরঝিল, মধুবাগ, ঢাকা।

রাত ০১ টা। 




৬৬। ফুল



সব ফুলে পাবে নারে, রুপ-রস-গন্ধ,
সব ফুলে হয়না, বাহারী ফল শত।
ফুল হয়ে ফুটে রয়, পৃথিবীর বাগানে,
অপরুপ রুপে আর মোহনীয় সুবাসে।
মাতিয়ে দুনিয়া, ঠাঁই পাব জান্নাতে,
ভালবাসি, ভালবাসে সবজনে সুবাসে,
শত শত ফুল সম, ভাল কাজ করি,
দেশ-দশ, ধরা-তল, ফুলে ফলে ভরি।
ঘরে ঘরে ফুল ফোটে, ভরপুর সুবাসে,
রুপে রুপে অপরুপ, প্রাপ্তির সকাশে।
রং খুঁজে পেয়ে যাবে, বর্ণিল সারথি,
জীবনের সব দিক, পূর্ণতায় আরতি।

আরিফ ইবনে শামছ্
হাতিরঝিল, মগবাজার, ঢাকা।
০৮/১০/২০১৭ ঈসায়ী সাল।
রাত ১০:৩০।





৬৫। প্রতিশোধ



উদাস হয়ে, জীবন পথে, চলছে পথের কোন সে পথে?
কোন ঠিকানায় মন সাধিছে, কোন পথে আজ চলছে হেঁটে।
কিসের আশায় ছুটছে কোথায়, যায় বেলা যায় নিদ নাহি তার,
কোন পাথারের সীমার মাঝে, কিসের খোঁজে নীলাচলে, ছুটছে বারংবার!
বেজায় নারাজ, তাই প্রতিশোধ, সয়বে কী তা' কেমন করে!
তোমার ভয়ে এমনি বেহুশ, ভূল করে যায় ভূলের পরে।
তপ্ত দাহ, অঝোর ধারা, ভূমিকম্প, খরা ঝড়ে,
দেখবে কতো ভালবাসে সুদিন-কুদিন বার মাসে।
পথ খুঁজিতে, পথ হারিয়ে, জীবন চালায় কোন সে পথে?
কিসের ঘোরে, কোথায় চলে, লক্ষ্যহারা কিসের শাপে?
নিজেই রচে নিজের কবর, জানেনা তা কোন কালে,
নিজের ধ্বংস ডেকে আনে, চেঁচিয়ে বেড়ায় মন্দ ভালে।
নেই অভিযোগ, কোন অনুযোগ, সব তোমারি প্রতিশোধ,
সকল পাপের-শাপের মোচন, আছে যতো তাঁদের বিরোধ।
নড়েনাতো পাতা কোন, হুকুম বিনা কভু,
মাফ করে দাও, নয় প্রতিশোধ, ওগো দয়াল প্রভু!


-------------- আরিফ ইবনে শামছ্
০৩/১০/২০১৭ ঈসায়ী সাল।
মধুবাগ, মগবাজার, রমনা, ঢাকা।
ভোর ০৪:২০ মিনিট।





৬৪। পরিশোধ



অসীম নেয়ামতে ডুবিছে তনুমন তবু চেয়ে যায় আরো কতো কী!
নেই পরিশোধ, শুকরিয়া কভু, চাওয়া পাওয়ার মাঝে হয়েছি বিলীন।
সৃষ্টি হতে জান্নাত সহ কতো যে, চাওয়া দীদার তোমার,
কী দিব আর কী রাখিব পরিশোধে, এতো কিছু চাওয়া ও পাওয়ার!
গেয়ে যায়, যাব দিবা নিশি প্রভু প্রশংসা আর স্তুতি সতত,
শেষ হবেনা কভু, জানে সব জনা, লভিতে তোমার রহমত যত।
কতো ভালবাস আর কতো ভালবেসে সৃজিলে তোমার বান্দারে,
জাহান্নামের অতল দেশে না পুঁড়িয়ে, জান্নাতে ঠাঁই দিও সবারে।
হাবীব (সাঃ) তোমার, সাহাবা (রাঃ)তাঁহার যে পথের পথে গেছে চলি,
আমরা সবে পদে পদে যনো, সে পথ বেয়ে তোমারে স্মরি।
কত শত পথ অজানা রয়েছে, কত যে মরীচিকা পথের পরে,
পরতে পরতে জীবনের পথে, কতো যে বাঁধা লুকিয়ে আছে!
সব বাঁধা জয়ে, বীর মুজাহিদ, সবাই চলো, সরল পথে,
নেই কোন ভয়, সতত বিজয়, আল্লাহ আছেন মোদের সাথে।
কীভাবে তোমায় করিব খুশী, ওগো পরোয়ার, রাব্বুল আলামীন!
তোমার চাওয়া-পাওয়া মিটিয়ে দিতে, থাকি যেনোগো সতত বিলীন।

---------- আরিফ ইবনে শামছ্
০৩/১০/২০১৭ ঈসায়ী সাল।
মধুবাগ, মগবাজার, রমনা, ঢাকা।
ভোর ০৩:৪৫ মিনিট।




৬৩। মনের খিঁড়কি



খিঁড়কি মনের খুলবে কি তা,' সাজিয়ে নিতে জীবনটারে,
বদ্ধ সকল মনের মাঝে, আঁধার ঠেলে আলো জ্বেলে ।
থাকবে কতো অলস হয়ে, যায় বেলা যায় এমনি ছুটে,
জমছে কতো কাজের ধারা, সময় এলে ধরবে চেঁপে।
ভাবছো বসে উদাস চোখে, করবে কি তা' কেমন করে,
জোয়ার ভাঁটার খেলা দেখো, মন সাগরের বুকেতে।
নেমে পড়ো কাজের জলে, খোঁজে বেড়াও লক্ষ্যকে,
শ্রম ও মেধার মিলন মোহে, পাবে তোমার স্বপ্নরে।
করব, করছি, আজ ও কাল, এমনি করে যায়রে বেলা,
সময় মত যায়না করা, জটিল-সহজ কাজের পালা।
সময় ব্যস্ত বেজায় দেখো, নাই যে সময় তার,
সব সময়ের কাজ আছে ভাই কাজের সময় যায়।

--------- আরিফ ইবনে শামছ্
২৫/০৯/২০১৭ ঈসায়ী সাল।
রাত ০২ টা।
মধুবাগ;ঢাকা।



৬২। জাগো রে জাগো!


ডাক এসেছে! জাগো!
জাগো রে জাগো!
ভাই বোনেরা জাগো!
অত্যাচারী যায় ছুটে যায়,
মাজলুমের তাজা রক্তপান!
মৃত্যু দেহে চালায় ছুড়ি,
আলাদা করে অঙ্গ সবি!
হও ধাবিত , ক্ষিপ্র বেগে,
ক্ষ্যাপা সিংহ, তীব্র ছুটে,
বঙ্গ শার্দুল, পড় ঝাঁপিয়ে,
রক্ত খেকোর সকল স্বাদ,
সব মিটিয়ে দে রে আজ।
ধরো আর বর্জ্রাঘাতে,
আছড়ে মারো।
জাগো রে জাগো!!
দামাল, কামাল, জামাল ছেলে কোথায় সবে আজি?
আয়রে খালিদ (রাঃ), বীর হামজা (রাঃ), ওমর (রাঃ), মুসা, তারিক।
রক্ত-ফোরাত, লাল দরিয়া, সাত সাগরের জল,
ঝড়ের বেগে চালাও খড়গ, শমশের আর খঞ্জর।
অস্ত্র দিয়ে অস্ত্ররাজ, জবাব হবে অস্ত্রেরই,
শক্ত হাতে, ভক্ত করো, জব্দ করো, সব তারই।
সেবার মহান বাণী, কভু ক্ষমার মধুর বাণী,
দূর্বল ভেবে আস্ফালনে, আসবে অশুর-প্রাণী ।
দিকে দিকে ঐ শোন সব মজলুমের আর্তনাদ,
শান্তি সওদা করতে গিয়ে, জীবন দিল সঁপে তার।
আর কতোকাল, রয়বে বসে আসবে কবে যুগ নকীব,
আর কতো প্রাণ, বেঘোর ঝরে, ওঠবে জেগে প্রাণ প্রদীপ।

--------- আরিফ ইবনে শামছ্
২৫/০৯/২০১৭ ঈসায়ী সাল।




'প্রত্যাগত অভিবাসী ফিরে এলেও পাশে আছি' - RAISE

https://www.facebook.com/Bhadughar/posts/pfbid0DRjhJTrpkG2mc1yohSmab3b1foFizFm6v5Lf6FSwTNrrZv1Hc51b

 'প্রত্যাগত অভিবাসী

ফিরে এলেও পাশে আছি'


২০১৫ সালের পরে বিদেশ ফেরত অভিবাসী‌দের জন‌্য সুখবর।
‌যোগা‌যোগঃ শামীম আহ‌মেদ (01516193302),
১৩৫৯/৪, ৪র্থ তলা, লাইলা হাউজ, দাতিয়ারা,
ওয়াবদা গেটের বিপরীত পার্শ্বে।









ASSET প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নিম্নবর্ণিত ফ্রি কোর্সসমূহে ৪ মাস মেয়াদী জানুয়ারি-এপ্রিল, ২০২৪খ্রিঃ সেশনে ভর্তি চলছে।

https://ttc.brahmanbaria.gov.bd/bn/site/view/notices 


ASSET প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নিম্নবর্ণিত ফ্রি কোর্সসমূহে ৪ মাস মেয়াদী জানুয়ারি-এপ্রিল, ২০২৪খ্রিঃ সেশনে ভর্তি চলছে।


আগ্রহী প্রশিক্ষণার্থীদেরকে বিজ্ঞপ্তি মোতাবেক আগামী ০৮/০১/২০২৪খ্রিঃ এর মধ্যে ভর্তি হওয়ার জন্য আহবান করা হল।






কারাগারে বসেই হাফেজ হয়েছেন ৬০৫ জন শীর্ষ অ প রা ধী | Dubai Jail News | Rt...

সোমবার, ডিসেম্বর ২৫, ২০২৩

দৈনিক মহাবিশ্ব ||২৫-ডিসেম্বর-২০২৩|| Daily Mohabiswa||25-December-2023||

 

















আল-কাসসাম অধিকৃত অঞ্চলের দিকে বড় ক্ষেপণাস্ত্র স্যালো নিক্ষেপের দৃশ্য সম্প্রচার করেছে


দেখুন... আল-কাসসাম অধিকৃত অঞ্চলের দিকে বড় ক্ষেপণাস্ত্র স্যালো নিক্ষেপের দৃশ্য সম্প্রচার করেছে




 

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৪, ২০২৩

শনিবার, ডিসেম্বর ০৯, ২০২৩

পেঁয়াজের দামের ঝাঁজে কাঁপছে দেশ! | Onion Price Hike | দৈনিক মহাবিশ্ব ||০৯-ডিসেম্বর-২০২৩|| Daily Mohabiswa||09-December-2023||

 ৫৩ হাজার টাকার পেঁয়াজ কিনে ফেরত পেলেন ২১৬০০ টাকা! | Onion Price Hike | News | Desh TV


পেঁয়াজ কিনতে গিয়ে ক্রেতার সঙ্গে বিক্রেতার বাকবিতণ্ডা | Onion Price Hike | News | Desh TV


ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে খাতুনগঞ্জ থেকে উধাও পেঁয়াজ | রাত ১০টার খবর | ০৯ ডিসেম্বর ২০২৩


পেঁয়াজের বাজার টালমাটাল, ক্রেতাদের হাহাকার। ক্ষণে ক্ষণে বাড়ছে দাম। Onion market | ATN Bangla News


পেঁয়াজের দামের ঝাঁজে কাঁপছে দেশ! | Onion Price Hike | Channel 24


একদিনে পেঁয়াজের দাম বাড়লো ৭০ টাকা | Onion | News | Ekattor TV


পেঁয়াজ নিয়ে চাপে মোদি | Onion | India | Onion Export India | Ekhon TV



দৈনিক মহাবিশ্ব ||০৯-ডিসেম্বর-২০২৩|| Daily Mohabiswa||9-December-2023||

দৈনিক মহাবিশ্ব ||০৯-ডিসেম্বর-২০২৩||
Daily Mohabiswa||9-December-2023||

 ফিলিস্তিনিদের রক্ষায় ব্যর্থ ইসরায়েল, বলছে যুক্তরাষ্ট্র || 8th December 2023 || Independent TV



গাজায় ইসরাইলি সহিংসতাকে যুদ্ধাপরাধ বলতে নারাজ যুক্তরাষ্ট্র | US On israeili masssacare | Jamuna TV


‘গাযা বিশ্বের ভয়ঙ্করতম ধ্বংসযজ্ঞের শিকার এক জনপদ’ | TBN24 NEWS | Israel | Gaza | Palestine | UN


নরকে পরিণত হয়েছে অবরুদ্ধ গাযা উপত্যকা | TBN24 NEWS | Rafah Gaza Israel


গাজায় মানবিক যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো যুক্তরাষ্ট্রের | Gaza | USA | Veto | International |ATN News


শনিবার, ডিসেম্বর ০২, ২০২৩

দৈনিক মহাবিশ্ব ||০২-ডিসেম্বর-২০২৩|| Daily Mohabiswa||02-December-2023||Update

 গাজায় 'বাফার জোন' তৈরির পরিকল্পনা নেতানিয়াহুর, উপত্যকায় হামলায় ক্ষুব্ধ এরদোয়ান | Palestine | News


গাজায় কতোটা না'র'কী'য় 'ধ্বং'স'য'জ্ঞ চালিয়েছে ইসরায়েল? | Israel Palestine Conflict | Gaza | ATN News


যুক্তরাষ্ট্রের ইশারা পেয়েই গাজায় হামলা বাড়িয়েছে ইসরায়েল? | Gaza | Isreal-US | Jamuna TV


আবারো ইসরায়েলি হামলায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ১৮৪ জনে || Independent TV



দৈনিক মহাবিশ্ব ||০২-ডিসেম্বর-২০২৩|| Daily Mohabiswa||02-December-2023||

 তল্পিতল্পা নিয়ে বাড়ি ছাড়ছে অসহায় গাজাবাসী | Gazan Flee Home | Jamuna TV


একজন ব*ন্দিকে মুক্ত করলে একজনকে আ*টক করছে ইসরাইল | Ekattor TV



ইসরায়েলে ১০০ বাঙ্কার বিধ্বং*সী বো*মা পাঠালও যুক্তরাষ্ট্র | Israel Hamas Situation | Independent TV



গাজায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, নিহ*ত ১৮০ | Gaza Crisis | Israel attack | Jamuna TV


লেবাননে ইসরায়েলের হামলা, ২ হিজবুল্লাহ সদস্য নিহ*ত | Lebanon Attack | Jamuna TV


আন্তর্জাতিক সময় | সকাল ৯টা | ০২ ডিসেম্বর ২০২৩ | Somoy TV International Bulletin 9am | Somoy TV



শুক্রবার, ডিসেম্বর ০১, ২০২৩

দৈনিক মহাবিশ্ব ||০১-ডিসেম্বর-২০২৩|| Daily Mohabiswa||01-December-2023||

 গাজা-ইসরাইল সংঘাতের শেষ কোথায় ? | Israel-Hamas War | Ekattor TV


গাজায় হা'ম'লা শুরু করে ইসরায়েলি বাহিনী জানালো, কথা রাখেনি হামাস! | Gaza Flee | International


এক নজরে বিশ্বের আলোচিত সব খবর | Jamuna I-Desk | 01 December 2023 | Jamuna TV


যে লক্ষ্যে গাজায় আবারও হা'ম'লা চালাচ্ছে ইসরায়েল | Gaza-Israel | Rtv News



মায়াবীসুরের গজল ঐ নীল আকাশ । Oi Nil Akas । চমৎকার হ্বামদে বারী তায়ালা ।...

দৈনিক মহাবিশ্ব ||০১-ডিসেম্বর-২০২৩|| Daily Mohabiswa||01-December-2023||

ফিলিস্তিনির মুখে ইসরায়েলি কারাগারে নির্যাতনের ভয়াবহ বর্ণনা! | Abuse in Israeli Prison | Jamuna TV 



আন্তর্জাতিক সময় | সকাল ৯টা | ১ ডিসেম্বর ২০২৩ | Somoy TV International Bulletin 9am | Somoy TV


পার্বত্য অঞ্চলে ৬ সন্ত্রাসী গ্রুপের ৭০০ কোটি টাকা চাঁদাবাজি | Chittagong Hill Tracts | Extortion


সীমান্তে গোলাগুলি | DBC NEWS Special


হা*মাস বহাল তবিয়তে, নেতা*নিয়া*হুর হাওয়া শেষ! | Hamas | Netaniyahu | Ekattor TV



আমেরিকার নৌ*বহরও কূলাতে পারছে না হু*থির সামনে! | Yemen | Houthi | Ekattor tv



বুধবার, নভেম্বর ২৯, ২০২৩

দৈনিক মহাবিশ্ব ||২৯-নভেম্বর-২০২৩|| Daily Mohabiswa||29-November-2023||

 ৯০ হাজার ইউক্রেনীয় সেনা নিহত, পালিয়েছে ২০ হাজার | Russia Ukraine War | War Result | Ekhon TV


হা’মা’স’কে ধন্যবাদ জানিয়ে ইসরায়েলি মায়ের আবেগঘন চিঠি | Israeli Mother Expresses Gratitude to Hamas

















মঙ্গলবার, নভেম্বর ২৮, ২০২৩

দৈনিক মহাবিশ্ব ||২৮-নভেম্বর-২০২৩|| Daily Mohabiswa||28-November-2023||

Live: ২৮ নভেম্বরের আন্তর্জাতিক সকল সংবাদ | International News Today | Kalbela 



এক নজরে বিশ্বের আলোচিত সব খবর | Jamuna I-Desk | 28 November 2023 | Jamuna TV


আন্তর্জাতিক সময় | বিকাল ৪টা | ২৮ নভেম্বর ২০২৩ | Somoy TV International Bulletin 4pm | Somoy TV


যুক্তরাষ্ট্রের স্পর্শকাতর স্থাপনার ছবি এখন কিমের হাতে | Kim Jong Un | ATN Bangla News


মধ্যপ্রাচ্যে উত্তেজনার দায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলকেই নিতে হবে: ইরান | Iran News | Desh TV


হঠাৎ ৪ বিশ্বনেতার ফোনালাপ, কী ঘটতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে? | Ebrahim Raisi-Erdogan | Biden-Netanyahu



Shai Tea

 Shai Tea



ফিলিস্তিনি শিশু-Palestinian Children-দৈনিক মহাবিশ্ব ||২৮-নভেম্বর-২০২৩|| Daily Mohabiswa||28-November-2023||

 ফিলিস্তিনি শিশুর করুন আকুতি | DBC NEWS Special


মুসলিম বিশ্ব চুপ কেন? | ফিলিস্তিনি শিশুর প্রশ্ন


যে গজল সারাবিশ্বে ভাইরাল ,ফিলিস্তিনি গজল,আহরাওরন আহরাওরন নাশিদ | أحرار أحرار والعالم يشهد । Ahwarun









ফিলিস্তিনি শিশুদের হাসি কেড়ে নিচ্ছে ইসরায়েল | Palestine Child | Israel | Palestine | News




হা*মা*স | Hamas | দৈনিক মহাবিশ্ব ||২৮-নভেম্বর-২০২৩|| Daily Mohabiswa||28-November-2023||

 হা*মা*স আসছে ট*র্পেডো সম শক্তি নিয়ে | Hamas | Ekattor TV


অনন্য উদাহরণ তৈরি করল হা মা স, নাক কা টা গেল ইস রা ইলের | Ekattor TV


নৈতিক প ত নই নয়, ইসরাইলের সামরিক দু র্ব লতাও প্রকটভাবে ফুটে উঠেছে: হা*মা*স | Ekattor TV




সোমবার, নভেম্বর ২৭, ২০২৩

If Israel attack Palestine again; Israel must be deleted from World Map, by All Conscient Human of the World.


إذا غزت إسرائيل فلسطين مرة أخرى؛ من قبل كل العقلاء في العالم، يجب أن تمحى إسرائيل من خريطة العالم.

If Israel attack Palestine again;

Israel must be deleted from World Map,
by All Conscient Human of the World.

ইসরায়েল যদি আবার ফিলিস্তিন আক্রমণ করে;
বিশ্বের সমস্ত বিবেকবান মানুষের দ্বারা,
ইসরায়েলকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলতে হবে।

#SharePost #share #post #support #humanity #peace #Palestine #worldwide #If #Israel #attack #again
#deleted #From #worldmap #Atlas

#By #conscient #human #Offers #Allahuakbar



 

ভালবাসি দিবা-নিশি _সূচীপত্র

প্রেম আর ভালোবাসা কবিতাটির সারাংশ বা সারমর্ম চাই

কবিতাটির সারাংশ বা সারমর্ম চাই প্রেম আর ভালোবাসা ___আরিফ শামছ্ দৃষ্টির সীমানায়, হৃদয়ের মোহনায়, কে এলো? কে যায়? জান্নাতী সমীরণে, বাসনার ঢেউ ...