মঙ্গলবার, ডিসেম্বর ২৬, ২০২৩

৬৬। ফুল



সব ফুলে পাবে নারে, রুপ-রস-গন্ধ,
সব ফুলে হয়না, বাহারী ফল শত।
ফুল হয়ে ফুটে রয়, পৃথিবীর বাগানে,
অপরুপ রুপে আর মোহনীয় সুবাসে।
মাতিয়ে দুনিয়া, ঠাঁই পাব জান্নাতে,
ভালবাসি, ভালবাসে সবজনে সুবাসে,
শত শত ফুল সম, ভাল কাজ করি,
দেশ-দশ, ধরা-তল, ফুলে ফলে ভরি।
ঘরে ঘরে ফুল ফোটে, ভরপুর সুবাসে,
রুপে রুপে অপরুপ, প্রাপ্তির সকাশে।
রং খুঁজে পেয়ে যাবে, বর্ণিল সারথি,
জীবনের সব দিক, পূর্ণতায় আরতি।

আরিফ ইবনে শামছ্
হাতিরঝিল, মগবাজার, ঢাকা।
০৮/১০/২০১৭ ঈসায়ী সাল।
রাত ১০:৩০।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Heartfelt Thanks for your valuable comments.

ভালবাসি দিবা-নিশি _সূচীপত্র

ক্ষমতার বদলে ইনসাফ

প্রশ্নটি প্রতিশোধ বা সহিংসতার পক্ষে নয়, বরং খুনের রাজনীতি বন্ধ করে সত্য, ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার পথ জানতে চাওয়া—এটা খুবই গুরুত্বপূর...