সোমবার, মার্চ ২০, ২০২৩

The Last & the Greatest Prophet Hazrat Mohammad PBUH

সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ (সাঃ)
------- আরিফ ইবনে শামছ্
প্রতিটি হৃদয়ের চারিপাশ যবে ঘোর তমসায় ঘেরা,
তোমার প্রেম ভালবাসা, মুগ্ধকর আন্তরীকতা;
সৃজিল আলোর ফোঁয়ারা প্রতিটি হৃদয় জুড়ে,
আঁধারের সব আঁধার উপনীত হলো, নতজানু হয়ে।
সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ! তৃষিত হৃদয়ের আবে জমজম,
দিকভ্রান্ত মানবজাতি খোঁজে পেল দিক দর্শন।
একবিংশ শতাব্দীর এক উম্মতের মরুতৃষা আজ,
তোমাকে হৃদয় ভরে দেখে নিতে দুর্নিবার অভিলাষ।
সহস্র ষড়যন্ত্রের মাঝেও সহাস্য বদনে নেয় প্রস্তুতি,
সুপারিশ তোমার দিশারী হবে, এমনি কালের আকুতি।
বলহীন, কমজোর ঈমানে নয় গড়া মুসলিম জাতি,
অকাতরে সঁপে দিবে প্রান, আসুক বাঁধারা বিপ্লবী।
স্বর্ণ যুগের সাহস নিয়ে লড়তে চাহি রণাঙ্গণে,
দ্বীনের ধ্বজা রাখতে উঁচু, লড়বো সবে প্রাণপনে।
সফলতা ধরা দিবে, প্রভূ যদি রহম করে,
সব কিছু যে চাই করিতে, মহান সে' বিভুর তরে।
চায় হতে যে বিলীন তব ভালবাসার অকূল জলে,
চোখ দুটো যে পাবে জ্যোতি ভালবাসা তব পেলে,
ফুলে ফলে পূর্ণরূপে, পেয়ে যাবে বসন- বিলাস,
কভু যদি পেয়ে যেতাম, স্বপ্ন মাঝে তব দীদার।
২১/০৯/২০০১ ঈসায়ী সাল
ফখরে বাঙ্গাল নিবাস,

শুক্রবার, ফেব্রুয়ারী ২৪, ২০২৩

খরচ-হ্রাস, বেকার, মানবাধিকার ও শ্রম আইন @ChatGpt_Cost-Cutting, Jobless, ...

আধুনিক টাকা প্রিন্টিং-Modern Money Printing

মাইক্রোওয়েভ ওভেন কিভাবে কাজ করে-How does Microwave Oven work

হাত দিয়ে মৌচাকের মধু সংগ্রহ-Harvesting Honey Beehive by Hands

পুরানো, মৃত ল্যাপটপ থেকে তৈরি করুন-Make from Old, Dead Laptops

কম্পিউটারের যন্ত্রাংশে -Computer parts Explained

বুধবার, ফেব্রুয়ারী ২২, ২০২৩

What's Inside a Smartphone-স্মার্টফোনের ভিতরে কী আছে

মুক্ত চিন্তা আজ মানদন্ডহীন!








---------
আরিফ ইবনে শামছ্

২৬/১০/২০১৭ ঈসায়ী সাল।

আপনাকেই নির্বাচন করতে হবে আপনার জীবন ব্যবস্থা যাহা চিরশ্বাশ্বত,কল্যাণকর এবং চিরশান্তিময়।গভীর জ্ঞান অর্জন বাস্তব জীবনের দক্ষতা অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গীর আলোকে বেছে নিন।ইসলাম ধর্মের আবির্ভাব জ্বীন, মানব, সকল সৃষ্টির চূড়ান্ত লক্ষ্য, শান্তি, নিরাপত্তা সফলতার নিশ্চয়তা নিয়ে।

ওদের অত্যাচার,অশ্লীল, নীচ জঘন্য চিন্তা চেতনার সয়লাবে দিন দিন মানুষ অতিষ্ঠ হচ্ছে।আমাদের মতো সহজ, সরলমনা যাদের দ্বীন ইসলামের জ্ঞান সুষম মানদন্ড পর্যন্ত নেই।মুক্ত চিন্তার চর্চা, নারীবাদী, ধর্ম নিরপেক্ষতা, স্বাধীন শক্তির স্বপক্ষের, বিপক্ষের শক্তি বলে জাতিকে আর কতো জাতীয় ধোঁকা দেওয়া বোকা বানানো হলে তাদের লক্ষ্য পূরণ হবে? ইসলাম যুগে যুগে, জগৎবিখ্যাত মহাপন্ডিতগণ,জ্ঞানী দ্বারা পরিক্ষীত স্বীকৃত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা।যিনি মহাজগতের একমাত্র স্রষ্টা, নিয়ন্ত্রক, লালন-পালনকারী উনার নির্বাচিত ধর্ম ইসলাম।অর্বাচীন, বিপথগামী, অপব্যাখ্যাকারী, বিশ্ব দরবারে ভ্রান্ত উপস্থাপনার কারণে সত্য, সুন্দর বাস্তব-স্বাভাবিক ধর্ম তো আর মিথ্যা হতে পারেনা। যে ধর্ম বর্বর যুগ থেকে বিশ্ব জাহানকে শান্তির সোনালী যুগ উপহার দিয়েছে শতাব্দীকাল।ধর্ম, বর্ণ, গোত্র, নির্বিশেষে সবাই শান্তি নিরাপত্তার সাথে বসবাস করেছে। সুশিক্ষায় শিক্ষিত, অহমিকামুক্ত, সত্য-সন্ধানী ব্যক্তি, জাতি, সম্প্রদায় সবাই নিঃসংকোচে ইসলাম ধর্মের সুশীতল ছায়াতলে আত্নসমর্পন করেছে, ইতিহাস স্বাক্ষী।জ্বলন্ত, জীবন্ত, চির শ্বাশ্বত জীবন ব্যবস্থা এমনি এমনি আমাদের কাছে পৌঁছেনি। লাখ লাখ নবী, রাসূল (সাঃ), সাহাবায়ে কেরাম, তাবেয়ীন, তাবে- তাবেয়ীন, গাজী, শহীদের রক্ত জীবন দিয়ে মানবজাতির পরবর্তী প্রজন্ম তথা আমাদের উত্তরসূরীদের জন্য সুপ্রতিষ্ঠিত করে গেছেন।

উত্তরসূরী হিসেবে ইসলাম ধর্মের মত বা তার চেয়ে বেশী ভাল জীবন-ব্যবস্থা, কোন ব্যক্তি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী, মতবাদ তা করতে আদৌ সক্ষম হয়েছে কি? দিয়েছে আপনি, আমার পূর্ব পুরুষ লেজওয়ালাবানর।আমাদের বিবর্তিত বানর থেকে মানুষ বানাতে চায়। কিন্তু শিক্ষার অসারতার ফলে শুধু বানর নয় বন্য হিংস্র জন্তু জানোয়ারেরা আমাদের চিন্তা চেতনা, কর্মকান্ড দেখে লজ্জা পেয়ে নিজেদের অনিরাপদ ভেবে মানব বসতির পথ মাড়ায়না।

আসলে আমরা কি চায়? আর কি করি? ইহাই জানিনা।

বুধবার, ফেব্রুয়ারী ১৫, ২০২৩

আরিফ শামছ্ ভূঁইয়া পাড়া, ভাদুঘর দক্ষিণ, ভাদুঘর, সদর , ব্রাহ্মণবাড়িয়া - ৩৪০০

ভালবাসি দিবা-নিশি _সূচীপত্র

তুমি আসবে বলে -কবিতার কাব্যিক,ছান্দসিক, মাত্রা, সাহিত্যিক, রসাস্বাদন ও আলোচনা, সমালোচনা, পর্যালোচনা, প্রেক্ষাপট,মানব জীবনে তাৎপর্য ও গুরুত্বের বিশ্লেষণ ও ব্যাখ্যা দাও।

তুমি আসবে বলে ----- আরিফুল ইসলাম ভূঁইয়া। আমার আকাশে নেই মেঘের আনাগোনা, নেই বিদ্যুৎ চমকানোর ঘনঘটা, সুস্পষ্ট নীল আসমান নির্বাক হয়ে, দিবা-...