সোমবার, অক্টোবর ৩০, ২০২৩

৩৪। সাগর পাড়ে



পূব আকাশে উঠলো জেগে রঙধনুটা হঠাৎ হেসে,
দেখতে পাবে হরেক রঙে প্রেমের রাণী বসছে ধ্যানে।
বাস করে তার প্রেমের পুরুষ, পৃথিবীরই প্রান্তকোণে,
ভাবছে বসে কেমন আছে, চিত্র আঁকে হৃদয় পটে।
জানেনাতো নদীর বুকে বইছে কি জল আগের মতো,
দল বেঁধে কি মাছ ভাসে তার, গভীর বুকের অতল তলে।
ফুটলো কি ফুল; হৃদয় কাঁড়া হাসি দিয়ে বাগান মাঝে,
পসরা আজো সাজায় কিনা! প্রেমিক হৃদয় আমার তরে।
বাস করে সে আকাশ পরী, তাদের ধরা আকাশ পাড়ে,
হয়না যখন ডাকা তারে, পৌঁছবে সেথায় কেমন করে?
হাসছো কেন দিবানিশি, হৃদয় লুটে অচিনপুরে,
খেলছে দেখো দেহমাঝে গভীর কাঁপন বারেবারে।
জানলেনা তো হৃদয় মাঝে, আছে এ কোন পূর্ণতা!
দেখলে প্রকাশ হবে তাহা, শুধুই কেবল শূন্যতা,
আশার পালে লাগছে হাওয়া, এ যে আজি কল্পনা,
কভু কী আর আঁকা হবে হৃদয়পটে আল্পনা।
তোমার আশা মিলবে সবি, একই নদীর মোহনাতে,
গড়বো সুখের জলের নীড়, সুদূর দেশের সাগর পাড়ে।
থাকবেনাতো আপন পর, লাগবেনা কেউ পিছু কারো,
শান্তি সুখে রবে সদা, মনে প্রাণে শান্তি যতো।




----------------- আরিফ ইবনে শামছ্
২৯.০৮.২০০১
All reactions:
Adel Farhan

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Heartfelt Thanks for your valuable comments.

ভালবাসি দিবা-নিশি _সূচীপত্র

তুমি আসবে বলে -কবিতার কাব্যিক,ছান্দসিক, মাত্রা, সাহিত্যিক, রসাস্বাদন ও আলোচনা, সমালোচনা, পর্যালোচনা, প্রেক্ষাপট,মানব জীবনে তাৎপর্য ও গুরুত্বের বিশ্লেষণ ও ব্যাখ্যা দাও।

তুমি আসবে বলে ----- আরিফুল ইসলাম ভূঁইয়া। আমার আকাশে নেই মেঘের আনাগোনা, নেই বিদ্যুৎ চমকানোর ঘনঘটা, সুস্পষ্ট নীল আসমান নির্বাক হয়ে, দিবা-...