১৯। জীবন ও সম্মান
কিসের স্বপন দেখে আজি, রাখছো কোথায় হাত?
কাদের হাতে রাখছো তোমার, জীবন ও সম্মান?
পড়াশুনা করবে নাকি! সেসব খবর নিবে?
বয়স তোমার সমান হবে কিংবা দুয়েক বেশী,
এই বয়সে নাইতো খবর, জীবন সাজায় কী?
কিসের নেশায় ছুটল দেখ তোমার পিছু পিছু,
সাজাবে কি জীবন নাকি, সঙ্গ দিবে কিছু?
লেখাপড়া শেষ করেনি, পায়নি ভাল কাজ,
জীবন নিয়ে নিঠুর খেলা, খেলবে কেমন রাজ!
আবেগ দিয়ে চলে নাক, পূর্ণ জীবন যাপন,
হাঁড়ে হাঁড়ে বুঝবে সেদিন, রবে নাক আপন।
ডানে বাঁয়ে ঘুরে ফিরে পথ হারাতে মানা,
ভাল করে পড়া শেষে, গর্বিত হোক মা।
উজাড় করে ভালবেসে, বিদ্যালয়ে পাঠায়,
অপমানের কালি কভু, ছোঁড়বেনা তাঁ'র গায়।
ভাল মেয়ের ছেলে বন্ধু থাকতে নাহি পারে,
শিক্ষা-দীক্ষায়, মানুষ হতে, লক্ষ্য সবার আগে।
জাননাতো কে যে তোমায়, নিয়ে যাবে কোথা!
তারচে' ভাল লেগে পড়, জীবন সাজায় যেথা।
প্রেমের ফাঁদে এমন সময় দিবেনাক পা,
সবাই তাহার বিরুপ ফসল, সয়তে পারেনা।
হতে পারে সাঙ্গ তোমার জীবন লীলা খেলা,
জীবন্মৃত হয়ে কিবা, কেটে যাবে বেলা!
----------- আরিফ ইবনে শামছ্
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Heartfelt Thanks for your valuable comments.