সোমবার, নভেম্বর ০৬, ২০২৩

৬১। কবিতা তোমার



আবার আসিবে ফিরে,
আসিতেই হবে, বারে বারে,
কবিতা তোমার, দোলাবে মন,
শিহড়ন জাগাবে,
তাই সবে পথ চেয়ে চেয়ে রবে,
কবিতা তোমার কবে কার হবে?
দুঃখ করোনা কবি হে!

জীবন জাগার গান কবে কার
ভাঙ্গিয়াছে কোন্ সে নিদ,
কবির লেখায় ভাঙবে শিকল,
চক্র বিকল, ছুটবে জেগে দিক-বিদিক।
চালাও কলম, জাগাও মানুষ,
সেনারা আজ ঘুমে,
তোমার আহ্বাণে, ঘুম ভাঙ্গিয়া,
সফলতা পদ চুমে।
একটি কথা, শব্দ কোন,
জায়গা করে, জীবন কোষে,
পথ হারানো পথিক যদি,
পায়রে খুঁজে পথের দিশে।

তপ্ত মরু জ্বালা বুকে,
শান্তি বারি কভু আশে,
সান্ত্বনা আর তৃপ্ত সুধা,
দৃপ্ত পথে, চলতে শিখে।
মাশুক যদি পায় ফিরে ফের
ইশক-পিয়ারা শরাব যতো,
আশুক মাশুক মিলবে সবে,
প্রেমের শরাব পিয়ে শতো।

আঁধার প্রেমে অন্ধ হয়ে ছুটবে
আলোর পিছু পিছু,
রাত্রি ছুটে দিনের পিছু,
আনবে বয়ে ভোরের আলো।
একটু খানি সময় নিয়ে
পড়লে কবির লেখা,
জানিনাতো কবে, কোথায়,
হবে চোখে দেখা!

সময়টুকু উপহারে,
রাখলে তব জীবন হতে,
সব বেলাতে সুখের খবর,
আসুক জীবন জুড়ে ।


------- আরিফ ইবনে শামছ্
২৪.০৯.২০১৭ ঈসায়ী সাল।
All reactions:
Ariful Islam Bhuiyan, Adel Farhan and ২১ others

৬০। কলম



কলম সেতো নয়তো কলম,
একটু ভেবে দেখো,
গল্প, কল্প, কবিতা, চিত্র,
নাটক, ছড়া, উপন্যাস যতো;

এই কলমে লিখছে লেখা,
বলছে কথা,জ্ঞানী-গুণী কতো।
পথ দেখাবে, জীবন জুড়ে,
পথের দিশা শতো।
সৃষ্টি কলম, স্রষ্টা সনে,
আরজি জানায় লিখবে কী;
লিখতে থাক ভাগ্য হতে
যতো জ্ঞান আছে সবি।

বলতে পারো কলম কোন
এটম কিংবা আনবিক,
ধ্বংস নিয়ে আসবে কখন,
বুঝবেনা কেউ দিক-বিদিক।

কলম তুমি ন্যায়ের কথা,
মাজলুমের মুখপাত্র,
তোর ঈশারায় ভেঙ্গে পড়ে,
জালিম শাহীর তখত সকল।

দিকে দিকে, যুগে যুগে
বলছো সবি, ভয় ঝেরে,
তোমার ভয়ে ধরতো কাঁপন,
সব প্রকাশের ভয়ে।
তোমার খোঁচায় ফাঁসির কাষ্ঠ,
পড়বে জালিম সদা,
হিসেব নিকেশ পাবে বুঝে,
পুরাই ষোল আনা।

সত্য ন্যায়ের অগ্র সেনা
আসছে তেড়ে, খবর পেয়ে,
সব জুলুমের হিসাব কষে,
করবে আদায় পাওনারে।

------------- আরিফ ইবনে শামছ্
২৪/০৯/২০১৭ ঈসায়ী সাল।

৫৯। কারবালার শিক্ষা



কারবালা আর কয়টা দেখে, ভাঙ্গবে তোমার মরণঘুম,
কতো রক্ত -নদী বেয়ে, উঠবি জেগে ওঠরে ওঠ !
জেগে ওঠার নাই নিশানা, কোন্ নেশাতে মজে,
ভীরু ভীরু হৃদয় তটে, শংকা তরীর ভীঁড়ে।
রক্ত লালে লাল করিল, কতো নদী সাগর!
কত প্রাণের টানল ইতি, করছে কত ছল।
বেঁচে যারা দেখছো সবি, নাই কি তোদের বল?
পাথর চোখে এসব দেখে, কেমনে থাকিস বল?
অশ্রু ভরা আঁখিদুটো, ঊর্ধে তোলা হাতের জুড়ো,
সবাক দোয়া, প্রাণের দাবী, দেখে যাবি মরণ কতো!
বাঁচার মতো বাঁচবি যারা, আয় ছুটে আয় পাগলপারা,
আবার গড়ে নিব ধরা, সব জালিমের জুলুম সারা।
যুগে যুগে দেখিস লড়াই, সত্য আর অসত্যের,
চলছে লড়াই কত শত, জালিম আর মাজলুমের।
ভয় কি রে তোর, কিসের ভয়ে, চুপটি করে দেখিস,
দেখবে সদা সত্যের জয়, মাজলুমের শেষ হাসি।
জয় পরাজয় হিসেব কষে; জিহাদ চলে কোন্ কালে!
ঝাঁপিয়ে পড়ো, হিংস্র থাবায় আঘাত করো জালিমরে।
কারবালার ঐ মর্সিয়া, আর রক্ত-ফোরাত পড়বি কত?
শিক্ষা ভূলে, দীক্ষা হেরে, চোখ বুঁজে সব সয়বি কত?
যুগে যুগে যুগের নকীব, দিয়ে যাবে এমনি প্রাণ!
নিঃস্ব হবে, এই ধরণী, নাইবা থাকে মুসলমান।
জুলুম হত্যা, স্বেচ্ছাচার, বাড়বে শত অনাচার,
যখন খুশি, করবে সবি, বাঁধ সাধিতে সাধ্যি কার?



------ আরিফ ইবনে শামছ্
২৪/০৯/২০১৭ ঈসায়ী সাল।

৫৮। খোকন সোনা



খোকন সোনা ডাকছে আমায়,
শোনছ বাবা, যায় বেলা যায়।
সময় স্রোতে আযান শোনে,
থাকছ শোয়ে; কেমন করে !!
অনেক দেরী, ভোর হতে,
ঘুম হতে যে ওঠলো কবে!
ডাকছে বাবা ওঠো!
পাঁচটা বেজে গেলো,
নামাজখানা পড়ো।
বাস করি যে চাঁদের হাটে ;
শান্তি ঝরে তনু মনে,
মালিক দিলেন সবি,
শুকরিয়া জানায় তারি।
বাবা গেলো, বাবা এলি!
অলসতার জায়গা নাই,
ভোরের বেলা ডাকাডাকি,
আজো শুনতে পাই।
জাদুমনি, সোনামনি, আব্বুমনি সবে!
বেড়ে ওঠো তাড়াতাড়ি,
আপন ত্যাজে জ্বলতে,
দ্বীন দুনিয়ার দাঈ হবে, হাল ধরিতে,
ব্যস্ত রবে, বিশ্ব-সমাজ গড়তে।
কচি কচি বাপধনেরা,
চির আশার আলো,
স্বপ্ন গুলি খোলবে ডানা,
উড়বে বেজায় ভালো।
হীরে কণা সবার ঘরে,
টুকরো চাঁদের দেখো,
খিলখিলিয়ে হাসবে সবে,
তাঁদের খবর রেখো।
ওরাই মোদের জীবন বাতি,
স্বপ্ন আশা সুখ,
ওদের দ্বারা মিলবে সবি,
ঘুচবে সবার দুঃখ।

---------- আরিফ ইবনে শামছ্
১৯.০৯.২০১৭ ঈসায়ী সাল।

৫৭। ভাঙ্গা গড়া



ভাঙ্গা গড়ার চলছে খেলা, সকাল সন্ধ্যা সাঝে,
ভাংগিতে পারে সবাই দেখো, গড়তে ক'জন জানে?
সাজানো বাগান হয় তছ নছ, হারায় তাহার অর্জিত গৌরব,
নামী দামী, যত বাহারী ফুল, ঝরে পড়ে, থাকেনা সৌরভ।
দেশে দেশে আজ নানা বেশে চলে এ কেমন নিঠুর খেলা!
মুরোদ নেই কোন মরদের, ভাঙ্গিয়া ফেলে একেলা।
গড়িতে যদি নাইবা পারিস,ভাঙ্গিস কেন, কোন সে ছলে,
কেন এ খেলা খেলে যাস তোরা, কাহারে তুষিবারে।
মন-মন্দির হতে কাবা-মসজিদ সহ সব ভাঙ্গনে,
গাইতি সাবল সব চালালি ক্ষমতা যা তোর আছে,
বড় মায়া হয় আজ!
ভাঙ্গিতে ভাঙ্গিতে কোন ছলে তুই কোথায় করিস আঘাত!
কোন জ্বালামুখ রয়েছে উন্মুখ, তোর আঘাতে গ্রাসিবে জাত।
অস্থির যদি ভাঙ্গিয়া স্থির, ভাঙ্গিবার নেশা ধরে,
ভাঙ্গিয়া ফেল মন-দোর-কপাট, জেগে ওঠ্ তুই নিজে।
আঁধারের যত পর্দা-বাঁধা সহসা ছিঁড়িয়া ফেলে,
আলো ভরা, সব রাঙ্গা প্রভাত, সকলের উপহারে।
ভাঙ্গা গড়ার খেলা খেলিবার কে দিয়াছে তোরে অধিকার,
ধূলায় মিশানো, মানবতার সব মান আর সম্মান।
রাগ আর হিংসা যদি, হয় তোদেরই জীবন সাথী,
সেই অনলে মরবি পুঁড়ে, দেখবি দিবস যামী।
দেশে দেশে গড়া সুখের রাজ্য, সাজানো সংসার,
ভাঙ্গিয়া কত পুঁড়াবে মানুষ, বেঘোরে হত করিবে প্রাণ।
রক্ত মাখা নিঠুর হাতে, ফুলের বাগান হয়না যেন,
নব জাগরণ, নব নব উত্থান, সব হিসাবের হিস্যা দেব।

--------- আরিফ ইবনে শামছ্
১৪/০৯/২০১৭ ঈসায়ী সাল।

৫৬। শান্তিদূত-যমদূত



আমি,তুমি, ইনি, তিনি, সবি, মিলি এ সমাজ, আরবার,
আমার আমিতে মজেছি, এ কী! খবর রেখেছি কবে কা'র?
কত বসে, পলে পলে, কত দিন করেছি পার,
কী হলো আহ! বদ্ধ দোয়ার! মাজলুমের করাঘাত!
ঘরের ভিতরে, বিভোর স্বপ্নে, শেষ হবে কি মরন-ঘুম ?
শ্রান্ত, ক্লান্ত,হত, ক্ষত, দেখ, সৃষ্টির সেরা মাখলুক।
ত্রাহিত্রাহি মানবতা, দয়া, মায়া,সমবেদনা, বিশ্বের-বিস্ময়!
কে দিবে দিশে দিকে দিকে সবে, মানবতা উদ্ধারে, সময়ের প্রয়োজন।
যুগে যুগে মানবতা, ধর্ম, তন্ত্র, মন্ত্র, দরদী, সেবা-সুশ্রুষা,
জাতি-পুঞ্জ, জাতি সংঘ, উল্টা-পাল্টা, দালালী চালের খেলা।
শান্তির কথা বলে, শান্তির সাথে চলে স্বার্থের কষাকষি,
স্বার্থ হাসিলে হাত মেলাতে দারুণ-নিদারুণ কৌশলী।
যমদূত সাজে শান্তির দূত (!), করে যায় শত চুক্তি,
কোটি কোটি টাকার অস্ত্র-চালান, ভিত গড়ে অশান্তি।
আসার গতিতে দেখিবে! সবে, এক নিমিষেই রণ হবে শেষ,
সুরাহার কথা বলে, ভিড়িয়া কাছে, করে সর্বনাশ দেশ-খেশ।
সমাধান সেতো, দূর, কতদূর, সুদূরপরাহত,
এক দলে মিলে, পক্ষ সাজে, করে কৌশল কত!
"মামার জয়", বুলিতে, স্বার্থান্ধ, স্বার্থপর, ধুলো দেয় বিশ্ব-চোখে,
বছরে বছরে কত দেশ পুঁড়ে, ছারখার করে, মিথ্যা অজুহাতে।
নিরাপত্তা, শত্রু দমন, উন্নয়ন, উন্নতি,
করিতে শক্তিশালী,
দেশে দেশে পাকা করে ফেলে এঁটে স্বার্থের ব্যবসায়ী।
সাহায্য-সহযোগিতা! চলে কষাইয়ের কষাকষি,
শত সহস্র, অযুত-নিযুত, শর্তের ছড়াছড়ি।
স্রষ্টা না সৃষ্টি, কারো কাছে নেই, দায়-বদ্ধতা, ওরা স্বেচ্ছাচারী,
ক্ষমতার পথে চলে, দোহাই জনগনের, জনগন সব, সবি।
ক্ষমতা করতলে, যায় যাবে যায় সব ভূলে,
বঞ্চিত, মাজলুম,তা'রে পূজে, নাই পথ খোলা নাই প্রতিবাদে।

------ আরিফ ইবনে শামছ্
১২/০৯/২০১৭ ঈসায়ী সাল।
রাত: ১২:৩০ মিনিট।
All reactions:
Samso Doha
Like
Comment
Share

৫৫। টেকসই মানবতা




হীনমণ্য, দশা-দৈন্য, নির্জীব, নির্বিকার,
কী হল সিংহ, শার্দুল, ধ্বজাধারী আরবার।
তোমরা জাগিলে বিশ্ব জাগিবে, আছে মানবের উচ্ছ্বাস,
ঐ দেখ ঐ বিরান রণে পৈষাচিক উল্লাস!
কখনো জংগী, খুনী, ভ্রষ্ট, দালাল ভিনদেশী,
নানা তকমা জুড়িয়া দিবে থামাতে ঝঞ্ঝা গতি।
কী হবে তোর ত্রাণের বহর, সব মারিয়া সাফ!
ভূমিকা, আর প্রস্তুতি নিতে, করিতে নিন্দা পাঠ!
সময় ক্ষেপণে নরকের দ্বার খুলিছে জালিম বাদশাহী!
পাষাণ-পাষন্ড, কাপুরুষ -নির্মম, হিংস্র পশুর কারসাজী ।
কি হলো তোর, খোল আঁখি খোল, খোল জিহাদের দোর,
ভাংগিয়া অলস-অবস, নির্জীব প্রাণে, গতি সঞ্চারী হোক।
আঘাত হানিয়া, ধ্বংস-বিধ্বংস, পাষাণের জীবন ইতি,
একে একে সব জালিমের কবর রচিয়া যাব আজি।
এক হাতে ধর নাংগা শমশের, অন্য হাতে রণতুর্য,
তাকবীর তোল, বজ্র নিনাদে, বীর মহাবীর রণসূর্য।
উড়াও নিশান কালেমা খচিত, ছুটাও রণ অশ্ব,
জয় পরাজয় আল্লাহর হাতে, যুঝিব শহীদ ত্বক।
হে মানব! কী হল আজ, কোথা তোর মানবতার ধ্বনি-প্রতিধ্বনি?
ঐ দেখ্ , ভেসে চলে কত, নাফের জলে মানবতার জলাঞ্জলি!
বাণে বাণে মৃত্যুপুরী, তুলিয়া ধর দিকে দিকে,ভালে ভালে,
জালিমের পরিণতি কি হয়, হবে জানাও হারে হারে।
রে বদমাশ, পাষন্ড, বর্বর, হীন সব পামর-চামর!
শেষ হবে তোর লম্ফ-জম্ফ, ঘিরিছে অরিন্দম।
ওরা কারা? ধর্ম, সম্পদ, জিহাদ, শহীদ, নিয়ে খেলে, জুয়া খেলা!
কভু আই.এস, তালেবান, হিজবুল্লাহ, ইসরাইল, আমেরিকা,
সাজাও নতুন বিশ্ব, নতুন করে, টেকসই মানবতা।
যে জিহাদ মানবতা, সত্য ন্যায়, ইনসান, ইহসানের ধ্বজাধারী,
মাজলুম, শোষিত, বঞ্চিতের অধিকার চির প্রতিষ্ঠিত অবশ্যম্ভাবী,
জালিমেরে খন্ড-বিখন্ড, মিসমার, ধূলী-ধূসর করি দিকভ্রান্ত,
রেজামন্দী স্রষ্টা-আল্লাহর, চির বিদ্রোহী-বিপ্লবীর মহালক্ষ্য।

--- আরিফ ইবনে শামছ্
১০/০৯/২০১৭ ঈসায়ী সাল।
সকাল: ০৭:০০ টা

চ্যানেল আই আজকের সংবাদপত্র || 06 November, 2023 || Channel i Ajker Sangbadpatra

 চ্যানেল আই আজকের সংবাদপত্র || 06 November, 2023 || Channel i Ajker Sangbadpatra




শনিবার, নভেম্বর ০৪, ২০২৩

চলমান গাজা , ফিলাস্তিন ও হামাস নিয়ে জুম'আ খুৎবা - শায়খ মুসলিহ আলওয়ানি, সৌদি ( বাংলা অনুবাদ সহ)

 চলমান গাজা , ফিলাস্তিন ও হামাস নিয়ে জুম'আ খুৎবা - শায়খ মুসলিহ আলওয়ানি, সৌদি ( বাংলা অনুবাদ সহ)





Jamil Shiraji


facebook.com/jamil.shiraji


কিছু রাত আছে



 










জন্মভুমি । দেশত্ববোদক গান । paradise tune present

মন মাতানো, 
প্রাণ জুড়ানো,
গান শোনো,

ক্লান্তি দূরে,
শ্রান্তি পাবে,
শান্তি পাবে জানো। 

--আরিফ শামছ্




জন্মভুমি । দেশত্ববোদক গান । paradise tune present


shorts/3dQiz_CwZC0?si=jQOxysXCT5rY7Q-K












আস্সালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ আমাদের এবারের অনবধ্য একটি আয়োজন দেশত্ববোদক গান শিরোনাম: জন্মভুমি কথা ও সুর: মতিউর রহমান খালেদ শিল্পী: সাফা, সানিমা,আরুয়া,আরিসা,আতকিয়া,আলাইনা,আমিরা,আরিয়া,মাহিরা,সানিমা,শার্মিলা,মাহা,মার্যুকা,মাহির, আরফাত,সাদাব, ব্যবস্হাপনায়: মাওলানা আব্দুর রহিম বশরী পরিচালনায়: শিল্পী তারেক আজিজ রেকর্ড লেভেল: সুরেলা স্টুডিও ভিডিও ম্যাকিং: নজরুল মাহের ড্রোনঃ মাসুম সাউন্ড ডিজাইনিং : উসমান রাহি পোস্টার ম্যাকিং: মোহাম্মদ সাইফ


ভালবাসি দিবা-নিশি _সূচীপত্র

প্রেম আর ভালোবাসা কবিতাটির সারাংশ বা সারমর্ম চাই

কবিতাটির সারাংশ বা সারমর্ম চাই প্রেম আর ভালোবাসা ___আরিফ শামছ্ দৃষ্টির সীমানায়, হৃদয়ের মোহনায়, কে এলো? কে যায়? জান্নাতী সমীরণে, বাসনার ঢেউ ...