সোমবার, নভেম্বর ০৬, ২০২৩

৫৭। ভাঙ্গা গড়া



ভাঙ্গা গড়ার চলছে খেলা, সকাল সন্ধ্যা সাঝে,
ভাংগিতে পারে সবাই দেখো, গড়তে ক'জন জানে?
সাজানো বাগান হয় তছ নছ, হারায় তাহার অর্জিত গৌরব,
নামী দামী, যত বাহারী ফুল, ঝরে পড়ে, থাকেনা সৌরভ।
দেশে দেশে আজ নানা বেশে চলে এ কেমন নিঠুর খেলা!
মুরোদ নেই কোন মরদের, ভাঙ্গিয়া ফেলে একেলা।
গড়িতে যদি নাইবা পারিস,ভাঙ্গিস কেন, কোন সে ছলে,
কেন এ খেলা খেলে যাস তোরা, কাহারে তুষিবারে।
মন-মন্দির হতে কাবা-মসজিদ সহ সব ভাঙ্গনে,
গাইতি সাবল সব চালালি ক্ষমতা যা তোর আছে,
বড় মায়া হয় আজ!
ভাঙ্গিতে ভাঙ্গিতে কোন ছলে তুই কোথায় করিস আঘাত!
কোন জ্বালামুখ রয়েছে উন্মুখ, তোর আঘাতে গ্রাসিবে জাত।
অস্থির যদি ভাঙ্গিয়া স্থির, ভাঙ্গিবার নেশা ধরে,
ভাঙ্গিয়া ফেল মন-দোর-কপাট, জেগে ওঠ্ তুই নিজে।
আঁধারের যত পর্দা-বাঁধা সহসা ছিঁড়িয়া ফেলে,
আলো ভরা, সব রাঙ্গা প্রভাত, সকলের উপহারে।
ভাঙ্গা গড়ার খেলা খেলিবার কে দিয়াছে তোরে অধিকার,
ধূলায় মিশানো, মানবতার সব মান আর সম্মান।
রাগ আর হিংসা যদি, হয় তোদেরই জীবন সাথী,
সেই অনলে মরবি পুঁড়ে, দেখবি দিবস যামী।
দেশে দেশে গড়া সুখের রাজ্য, সাজানো সংসার,
ভাঙ্গিয়া কত পুঁড়াবে মানুষ, বেঘোরে হত করিবে প্রাণ।
রক্ত মাখা নিঠুর হাতে, ফুলের বাগান হয়না যেন,
নব জাগরণ, নব নব উত্থান, সব হিসাবের হিস্যা দেব।

--------- আরিফ ইবনে শামছ্
১৪/০৯/২০১৭ ঈসায়ী সাল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Heartfelt Thanks for your valuable comments.

ভালবাসি দিবা-নিশি _সূচীপত্র

ফেইসবুক কমেন্ট ও জবাব

শিক্ষকরা যখন ছাত্রীদেরকে অনৈতিক ও কুপ্রস্তাব দেয় তখন শিক্ষকদের সম্মানের কথা কি শিক্ষকদের স্মরণে থাকে না? উত্তর: Monirul Islam Bhuiyan চাচা ...