৪৮। আগুন জ্বালা অন্তরে!
বাজাও রণদামামা, পড়রে আমামা;
শেষ করে দাও, মানব শত্রু,
মাংস খেকো, বৌদ্ধ ভিখু।
চালাও ঘোড়া, মাররে চাবুক, নিশানা করো শত্রুদের,
নাইরে সময়, শেষ করিতে, শত্রু যারা ধর্ ওদের।
ধর্ হাতে ধর্ ঢাল তলোয়ার, একীনে রাখ আল্লাহু আকবার,
ধুলীর মতোই স্তব্ধ রবে সব আধুনিক অস্ত্রধার।
জ্বালারে জ্বালা, আগুন জ্বালা, আগুন জ্বালা অন্তরে,
পুড়ে ফেল তোর অলস অবস অহেতুক তন্ত্র-মন্ত্ররে।
আর কতকাল পাথর চোখে জাতির মরণ করবি বরণ,
আর কত লাশ, ভাই ও বোনের তোর বুকেতে করবি ধারণ।
সয়বি কতো মা ও বোনের অপমান আর জিল্লতি,
যুদ্ধ ছাড়া, নেই প্রতিবাদ, বুঝবে কবে, চল্ যুঝি।
রক্তে জ্বালা, মরণ জ্বালা, গাজী হওয়ার ইচ্ছারে,
জীবন মরণ যুদ্ধ খেলায়, থাকবে জয়ের দ্বারেরে।
এক পলকে থামবে দেখিস, সকল জালিম বৌদ্ধরে,
ঝাটকা মেরে ছিটকে ফেল, যতো বাঁদর ছিঁচকেরে ।।
চল্ ওরে ভাই সামনে চল্, উঁচু করি শির,
নোওয়াবেনা মাথা কোন, আসুক যুদিষ্ঠীর।
মরলে শহীদ, বাঁচলে গাজী, চল্ ধরি ঐ জালিমদের ,
অত্যাচারীর বুক চিড়িয়া, জয় আনিব মজলুমের।
--- আরিফ ইবনে শামছ্
ফখরে বাঙ্গাল নিবাস,
বাড়ী# ১২৩৪, ওয়ার্ড# ১২,
ভাদুঘর, সদর, বি.বাড়ীয়া-৩৪০০।
০৪/০৯/২০১৭ ঈসায়ী সাল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Heartfelt Thanks for your valuable comments.