সোমবার, অক্টোবর ৩০, ২০২৩

৪৪। কুরবানির প্রাণখানি



কুরবানি দেয় কুরবানি, নয়তো কারো কুলখানি,
গরু, ভেড়া, ছাগল, মহিষ, দোম্বা কিংবা উটখানি,
কেমন প্রিয়, সকল জনের, ভাল করে ভাবতে শিখি,
টাকার মায়া, জীবন বেলা, কেমন প্রিয় একটু ভাবি।
প্রিয় কিছু দেয় উপহার, ভালবাসি যারে,
হউকনা ফুলের মালা কোন, ভালবাসি তারে।
কেউ দিবে তাঁর রক্ত ঢেলে, কেউ দেবে তাঁর প্রাণ,
কেউবা জীবন বাজী রেখে, রাখবে প্রেমের মান।
ভালবাসি কোরান-হাদীস, ভালবাসি দ্বীন,
মনে প্রানে, মেনে চলে, কাটায় রাত দিন।
আল্লাহ হলো প্রাণের মালিক, রাসূল হলো দৃষ্টি,
তাসবীহ পড়ে, দরুদ পাঠে, তাঁহার সকল সৃষ্টি।
প্রিয় হতে প্রিয়তম, কিইবা আছে বাকী?
সকল প্রিয় বিষয়-আশয়, শিখি দিতে সঁপি।
আল্লাহ মহান রাজী কিসে, হবেন বেজায় খুশী,
সহজ-সরল পথে সদা, সকল হুকুম মানি।
অনেক বছর আগে থেকে চলছে প্রাণীর কুরবানি,
রেওয়াজ রীতি আগের মতোই, নাইযে তাহার প্রাণখানি।
জীবনকালে কখন কী যে, প্রিয় হয়ে আসে,
কাজের মেলা, অলস বেলা, সবি যেন মিছে।
দু'তিন দিনের মাঝে কতো, রাখবে বেঁধে কুরবানি?
গরু, ছাগল, দুম্বা, উট আর, মন পশুদের খবর কি?
নয়তো শুধু পশু-প্রাণী, জীবন-যাপন সবখানি,
কর্ম সকল সবার হবে, ভালবাসার কুরবানি।

------ আরিফ শামছ্
২৭/০৮/২০১৭ খ্রীঃ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Heartfelt Thanks for your valuable comments.

ভালবাসি দিবা-নিশি _সূচীপত্র

তুমি আসবে বলে -কবিতার কাব্যিক,ছান্দসিক, মাত্রা, সাহিত্যিক, রসাস্বাদন ও আলোচনা, সমালোচনা, পর্যালোচনা, প্রেক্ষাপট,মানব জীবনে তাৎপর্য ও গুরুত্বের বিশ্লেষণ ও ব্যাখ্যা দাও।

তুমি আসবে বলে ----- আরিফুল ইসলাম ভূঁইয়া। আমার আকাশে নেই মেঘের আনাগোনা, নেই বিদ্যুৎ চমকানোর ঘনঘটা, সুস্পষ্ট নীল আসমান নির্বাক হয়ে, দিবা-...