সোমবার, অক্টোবর ৩০, ২০২৩

৪৬। তোরা থামবি কিনা বল!



তোরা থামবি কিনা বল!
ছাড়বি কিনা পাষাণ ছল,
মরণ ফাঁদের রক্ত নদী,
কয়টা খাবি বল?
ভাল মানুষ, উঠছে জেগে,
পারবি কিনা বল?
আগুন ঝরা, বহ্নি হাওয়া,
সঙ্গে যাবি চল।
আকাশে বাতাসে, জলে পর্বতে,
ঠাঁই কি তোরা পাবি,
নদী গিরি, বন জঙ্গলে,
পথের দিশা নিবি।
পাতা মরমর, বৃষ্টি ঝরঝর,
বজ্রনিনাদ আসছে ধেয়ে,
কাঁপে থরথর, গিরি সরোবর,
সত্য- ন্যায়; আজ উল্কা বেগে।
হাতে ধরা তোর শাণিত ছোড়া,
তোর বুকেতে বিধবে দেখিস,
ওরে অজ্ঞ, জাহেল মূর্খ,
কেমনে তোরা মানুষ মারিস!
কিশোর, জোয়ান, বৃদ্ধ, যুবা,
আসছে তেড়ে, দেখরে চেয়ে।
জানেনা তারা, পিছু হটা,
সামনে বাড়ে, ঝড়ের বেগে।
শক্ত হাতের ডান্ডা খেয়ে,
সময় এলে শিখবি সবি,
বীরের লাথি, শাস্তি পেয়ে,
মানবতার দীক্ষা নিবি।

-------আরিফ ইবনে শামছ্
৩১/০৮/২০১৭ ঈসায়ী
বিকাল ০৪:৩০ মিনিট।
ফখরে বাঙ্গাল নিবাস,
বাড়ী# ১২৩৪, ওয়ার্ড# ১২,
ভাদুঘর, সদর, বি.বাড়ীয়া-৩৪০০।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Heartfelt Thanks for your valuable comments.

ভালবাসি দিবা-নিশি _সূচীপত্র

ফেইসবুক কমেন্ট ও জবাব

শিক্ষকরা যখন ছাত্রীদেরকে অনৈতিক ও কুপ্রস্তাব দেয় তখন শিক্ষকদের সম্মানের কথা কি শিক্ষকদের স্মরণে থাকে না? উত্তর: Monirul Islam Bhuiyan চাচা ...