বুধবার, অক্টোবর ০৯, ২০১৯

০৪। আজিকে এই খুশির রাতে

ভালবাসা আর শংকায় বাজে সদা মনের বীণা,
মাফ পেয়েছি কী ক্ষমাশীল দয়াময়!
তা' জানিনা।
হৃদয়ের গভীর হতে কি বিষাদের মর্ম বেদনা,
তীব্র হতে তীব্রতর অসহনীয়,  তবু হারাতে চাইনা।
বুকে হাত দিয়ে বলি, কতবার যে তোমায় স্মরেছি,
পলে পলে অনুপলে, দানা পানি সামনে পেয়েছি।
ভূলে ও হাত চলেনি তা' নিতে বরং "রোজা রেখেছি"।
ভাংতে পারিনা কোন ভাবে, কিভাবে দাঁড়াব সেদিন!
ভালবাসি তোমায়, ভালবাসা পেতে চাই সদা,
পদে পদে ভূল আর অবাধ্যতা!যদি করো ক্ষমা।
দূর্বল আর শেষ নবীর (সাঃ) অনুসারী "অনেক দাবী"!
তাঁ'র সুন্নাহ, রীতিনীতি কতটুকুইবা মানিতে পারি!
রাহমান তুমি, রাহীম তুমি ওগো পরম দয়াময়,
আজিকে এই খুশির রাতে ক্ষমা আর রহমতের অনুনয়।
যতো আবেদন, বাহারি চাওয়া, দু'জাহানের তরে!
তোমার বান্দা, মহানবী (সাঃ) প্রিয় উম্মত; যেন হয় কথা-কাজে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Heartfelt Thanks for your valuable comments.

ভালবাসি দিবা-নিশি _সূচীপত্র

তুমি আসবে বলে -কবিতার কাব্যিক,ছান্দসিক, মাত্রা, সাহিত্যিক, রসাস্বাদন ও আলোচনা, সমালোচনা, পর্যালোচনা, প্রেক্ষাপট,মানব জীবনে তাৎপর্য ও গুরুত্বের বিশ্লেষণ ও ব্যাখ্যা দাও।

তুমি আসবে বলে ----- আরিফুল ইসলাম ভূঁইয়া। আমার আকাশে নেই মেঘের আনাগোনা, নেই বিদ্যুৎ চমকানোর ঘনঘটা, সুস্পষ্ট নীল আসমান নির্বাক হয়ে, দিবা-...