বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২০

১০৫।হতাশাদের ছুটি

আরিফুল ইসলাম ভূঁইয়া
০৮/০৫/২০০৩ ঈসায়ী সাল।
১৩ টা ২০ মিনিট।

কি করে বোঝাব প্রিয় কতো যে ভালবাসি,
ফোটাবো প্রেমের ফুল,
গুলবাগে মিলে- মিশি।
ভালবাসার নদী দেখো,
শুষ্ক রেখার মতো,
জল নেই বুক ভরা তার,
ধূসর বালি যতো।

ঘন গর্জায় কি আষাঢ়ের কালোমেঘ,
ঘন বর্ষায় দৃষ্টি ছড়ায় কি নির্ণিমেষ!
হাজারো কথা মনে পড়ে,
কাছে নেই যবে তুমি,
দূরে এলে, ভাঁজে ভাঁজে,
সব শুনি আর কতো ভাবি!

হয়তোবা রঙ্গীন স্বপ্নে বিভোর হয়ে
রাত করে যাও সারা,
নিদহীন চোখে, অমানিশা রাতে,
তোমায় ঘিরে বাঁচা।
হারানোর ভয়, কভু ঝেঁকে বয়,
শংকিত মন, আনমন রয়,
আশার-অশ্ব করে ছোটাছুটি,
জানিনা কবে, পাশে তব পাবে,
হতাশাদের হবে ছুটি।


Baitul Jannat Mosjid Bhuiyan Para, Bhadughar, Brahman Baria 3400

Mirbagh Jame Mosjid , Hatirjheel, Dhaka

ভালবাসি দিবা-নিশি _সূচীপত্র

প্রেম আর ভালোবাসা কবিতাটির সারাংশ বা সারমর্ম চাই

কবিতাটির সারাংশ বা সারমর্ম চাই প্রেম আর ভালোবাসা ___আরিফ শামছ্ দৃষ্টির সীমানায়, হৃদয়ের মোহনায়, কে এলো? কে যায়? জান্নাতী সমীরণে, বাসনার ঢেউ ...